কান-এর রেড কার্পেটে তিন বলিউড কন্যার নজরকাড়া আউটফিট

Jayita Chandra | Published : May 17, 2019 1:59 PM / Updated: May 18 2019, 10:00 AM IST
19
কান-এর রেড কার্পেটে তিন বলিউড কন্যার নজরকাড়া আউটফিট
কান উৎসবে পৌঁছোনোর আগে থেকেই সোশ্যাল মি়ডিয়ায় প্রস্তুতির ছবি দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আমেরিকা ছেড়ে এখন 'পিগি চপস' ব্যস্ত কান-এর ভূমিতে।
29
লাল-কালো কম্বিনেশন-এর পোশাকে প্রিয়াঙ্কার আউট-ফিট নজরকাড়ে সকলের।
39
কান উৎসবের দ্বিতীয় দিনে ওয়েস্টার্ন আউট ফিটে প্রিয়ঙ্কা এই ছবিটি নিজেই শেয়ার করেছেন। সাদা রঙ-এই একটা দিকের কাঁধ খোলা পোশাক, প্রিয়ঙ্কাকে এনে দিল এক ধরনের ফ্য়াশন অনুভূতি। প্রিয়াঙ্কার ফ্রেস লুকও সেইসঙ্গে সকলের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল।
49
কান উৎসবে রেড কার্পেটে দীপিকা পাড়ুকোন। গালার পর পুনরায় কস্টিউম কন্ট্রাস-এ চোখ ধাঁধাঁনো উপস্থিতি দীপিকার।
59
দীপিকার পোশাকে হালকা ও গাঢ় রঙের কম্বিনেশন ছিল চোখ পড়ার মতন। হালকা রঙের কস্টিউমই তিনি পুনরায় বেঁছে নিলেন কান উৎসবের জন্য। পোশাকে মেরুন রঙের বো দীপিকার আুট ফিটকে এক অন্যমাত্রা দেয়।
69
কান উৎসবের দ্বিতীয় দিনে নজর কাড়া ওয়েস্টার্ন আউটফিটে দীপিকা। ফর্মালের সঙ্গে মানানসই স্টিলেটো নজরে পড়ে সকলের।
79
এয়াপোর্টে যাওয়া থেকেই নিজের পেজে ছবি দিয়েছেন এই তারকা। সেখানেও তার পোশাক ছিল চোখে পড়ার মতন। তবে কান উৎসবের জন্য সাবেকি দেশীয় পোশাকই বেছে নিলেন কঙ্গনা।
89
কাঞ্জিভরম শাড়ি পরে রেড কার্পেটে আসেন নায়িকা।
99
কান উৎসবের দ্বিতীয় দিনে ওয়েস্টার্ন আউট ফিটে কঙ্গনা।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos