প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে টলিউডের শুভেচ্ছা, দেখুন তারকাদের শেয়ার করা ছবি

Published : Sep 30, 2019, 02:23 PM IST

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে টলিপাড়ার শুভেচ্ছা বার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা। একাল সেকাল মিলিয়ে একাধিক ছবিতে কেবলই প্রসেনজিৎ। কেউ কামনা করলেন দীর্ঘায়ু, কেউ আবার মনের কথা খুলে বললেন অভিনেতাকে। কারুর কাছে তিনিই ইন্ডাস্ট্রি, কারুর কাছে তিনি আবার অনুপ্রেরণা। দেখেনিন অভিনেতা-অভিনেত্রীদের শেয়ার করা ছবি। 

PREV
112
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে টলিউডের শুভেচ্ছা, দেখুন তারকাদের শেয়ার করা ছবি
জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানালেন অভিনেত্রী জয়া আহসান। তাঁর সঙ্গে একই প্রেমে আসতে পেরে কৃতজ্ঞ জয়া। জানালেন শুভ জন্মদিন।
212
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শ্রাবন্তী লিখলেন, প্রিয় অভিনেতাকে আমার শুভেচ্ছা, কাজের ক্ষেত্রে আমার থেকে সিনিয়র হলেও, বন্ধুর মতই মিশেছ বরাবর। তোমার কাজ, একাগ্রতা বাংলা ইন্ডাস্ট্রিকে একাই বয়ে নিয়ে চলেছে।
312
জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানিয়ে কৌশানি লিখলেন, লেজেন্ড-কে জন্মদিনের অনেক শুভেচ্ছা। অনেকের অনুপ্রেরণা হয়ে এভাবেই সকলের মনে থেকো।
412
জন্মদিনের অনেক শুভেচ্ছা জানালেন নুসরত জাহান। শেয়ার করলেন প্রসেনজিতের সঙ্গে একটি ছবিও।
512
জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানালেন মিমি চক্রবর্তী। তিনিও শেয়ার করলেন একটি ছবি।
612
চার বছরের পুরোনো ছবি শেয়ার করে ইন্ডাস্ট্রিকে শুভেচ্ছা জানালেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
712
ছবি শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানালেন জিৎ গঙ্গোপাধ্যায়। লিখলেন- ভগবান তোমার আশির্বাদ করুক, খুব ভালো থেকো দাদা।
812
ছবির ছবি দিয়েই শুভেচ্ছা জানালেন টোটা রায় চৌধুরী। তাঁর সঙ্গে করা সিনেমা থেকেই একটি ফ্রেম তুলে উপহার দিলেন টোটা।
912
ছবির কোলাজ শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রীর সায়ন্তিকা।
1012
সকলের সঙ্গে থেকে এভাবেই অনুপ্রাণিত করার কথা জানালেন অভিনেত্রী পার্নো মিত্র। শেয়ার করলেন একটি ছবি।
1112
শুভেচ্ছা জানালেন অভিনেতা সোহম চট্টোপাধ্যায়। ভালোবাসা ও প্রণামও জানালেন অভিনেতাকে। শেয়ার করলেন টলিপাড়ায় তোলা একটি ছবিও।
1212
আপনার সঙ্গে অভিনয় করাটা একটা প্রাপ্তী। জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কা সরকার। শেয়ার করলেন একটি ছবিও।
click me!

Recommended Stories