114

রবিবার সকালে বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে ভোট দিতে যান কোয়েল। এগারোটা নাগাদ ভোট দিয়ে ছবি পোস্ট করেন কোয়েল।
214
সায়ন্তিকা ভোট দিয়ে সকলকে ভোট দেওয়ার অনুরোধ করে ছবি পোস্ট করলেন নিজের সোশ্যাল পেজে।
314
রাজ চক্রবর্তী ভোট দিয়ে বেড়িয়েই ছবি শেয়ার করলেন সকলের সঙ্গে।
414
একটু বেলা করেই ভোট দিতে গেলেন জিত। ভোট দিয়ে লাইনে থাকা সকল ভক্তদের সঙ্গে দেখা করে, গাড়িতে উঠে ফেরার পথে ছবি দিলেন সোশ্যাল পেজে।
514
ভোট দানে এই দিনে ১১টা নাগাদই বেড়িয়ে পড়লেন রচনা বন্দোপাধ্যায়। ভোট দিয়ে তিনিও ছবি শেয়ার করলেন সকলের সঙ্গে।
614
স্বপরিবারে ভোট দিলেন মুনমুন সেন। সঙ্গে ছিলেন রিয়া সেন ও রাইমা সেন।
714
অরিন্দম শীল ভোট দিয়েই ছবি শেয়ার করলেন সকলের সঙ্গে।
814
সকাল বেলা ট্রেলার শেয়ার করার পরই বেড়িয়ে পড়া ভোট দিতে। দুপুর দেড়টা নাগাত ভোট দেন তিনি।
914
বাদ পরলেন না ছোট পর্দার তারকারাও। পরিবারের সঙ্গে সকাল বেলাই ভোট পর্ব সারলেন সাহেব।
1014
ঋতাভরী চক্রবর্তী ভোট দিলেন সকাল সকাল। ভোট দিয়ে খুশ মেজাজেই ছবি দিলেন তিনি।
1114
নীলাঞ্জনা সেনগুপ্ত ও যিশু সেনগুপ্ত শেষ দফায় ভোট দিলেন প্রায় শেষ বেলায়। ছবিও দিলেন সোশ্যাল মিডিয়ায়।
1214
স্ত্রী, পুত্রকে সঙ্গে নিয়েই ভোট দিলেন সোহম। খুদে সোহমের হাতেও পড়ল ভোট কালির ছাপ। ভোট দিয়ে তিনিও ছবি দিলেন সোশ্যাল পেজে।
1314
হানিমুন থেকে ফিরলেন শ্রাবন্তী। আর তারপরই ভোট দিয়ে, ভোট সেলফি পার্বণে অংশগ্রহণ করে ছবি দিলেন দুজনেই।
1414
সপরিবারে রঞ্জিত মল্লিক ভোট দিলেন শেষ পর্বে।