মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন আসন্ন। কিন্তু তার আগেই হোয়াইট হাইসে থাবা বসিয়েছে করোনাভাইরাস। দোশরা অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আর ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। কিন্তু তারপর থেকে হোয়াইট হাইসে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা একের পর এক আক্রান্ত হচ্ছেন। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফৌসি। তিনি বলেছেন গত এক সপ্তাহ ধরে হোয়াইট হাউসে কী চলছে দেখুন। পাশাপাশি তিনি বলেন করোনাভাইরাস মহামারিকে হালকা করে নেওয়ার ফল হাতেনাতে পাচ্ছে।