জর্জ ফ্লয়েডের পর এবার জেকব ব্লেক। কৃষ্ণাঙ্গের উপর নির্যাতনের ঘটনার ফের উত্তাল আমেরিকা। পুলিশের অত্যাচারে কয়েক মাস আগে দমবন্ধ হয়ে মারা গেছিলেন ফ্লয়েড। আর পুলিশের সাতটি গুলি খাওয়ার পর জেকব ব্লেকের অবস্থাও ভালো নয়। ব্লেক পরিবারের আইনজীবী জানিয়েছেন, তিনি সম্ভবত আর কখনো হাঁটতে পারবেন না।