এই থেরাপির একটা পার্শপ্রতিক্রিয়া রয়েছে বলেও জানিয়েছেন অনেক চিকিৎসক ও বিজ্ঞানী। নিউ ইয়র্কের লেনক্স হিল হাসপাতালের পালমোনারি স্পেশ্যালিস্ট লেন হরোভিটজ জানিয়েছেন, “প্লাজমা হয়তো কাজ করতে পারে। যদিও এখনও ক্লিনিক্যাল ট্রায়ালে তার প্রমাণ পাওয়া বাকি রয়েছে। কিন্তু যাঁরা গুরুতর অসুস্থ তাঁদের সুস্থ করে তোলার জন্য এই থেরাপি ব্যবহার করা যায় না।” তিনি আরও বলেন, আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই যদি এই থেরাপি করা হয় তাতে কোনও আক্রান্তের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আরও বেশি থাকে।