মার্কিন যুক্তরাষ্ট্রের সায়েন্স ডেইলি জার্নাল অব জেরোনটলোজি সম্প্রতি একটি গবেষণা প্রকাশিত হয়েছে। এই গবেষণাটি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউএসসি ডর্নসিফ কলেজ অব লেটারস, আর্টস অ্যান্ড সায়েন্সেসের একদল গবেষক। যেখান দাবি করা হয়েছে, এমন একটি ওষুধ তারা তৈরি করেছেন, যা সেবন করলে বাড়তে পারে মানুষের আয়ু।