ভোট ঘোষণার পর আজ প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ, দেখুন স্বরাষ্ট্রমন্ত্রীর ২ দিনের সফরসূচি

Published : Mar 14, 2021, 09:27 AM ISTUpdated : Mar 14, 2021, 09:29 AM IST

ভোট ঘোষণার পর রবিবার প্রথম রাজ্য সফরে আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, রবিবার আসাম সফরও রয়েছে শাহের। এদিন আসামে জনসভা শেষ করে দুপুর ২ টোয় অমিত শাহ রওনা দেবেন পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। রবিবার বিকেলে খড়গপুরে রোড শো করবেন অমিত শাহ।   খড়গপুর সদরের সেলেব প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়ের সমর্থনে প্রচারসূচি রয়েছে তাঁর।   

PREV
18
ভোট ঘোষণার পর আজ প্রথম রাজ্যে আসছেন অমিত শাহ, দেখুন স্বরাষ্ট্রমন্ত্রীর ২ দিনের সফরসূচি


ভোট ঘোষণার পর রবিবার প্রথম রাজ্য সফরে আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, রবিবার আসাম সফরও রয়েছে শাহের।
 

28


 এদিন আসামে জনসভা শেষ করে দুপুর ২ টোয় অমিত শাহ রওনা দেবেন পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে। রবিবার বিকেলে খড়গপুরে রোড শো করবেন অমিত শাহ।  

38


বিজেপি সূত্রের খবর, এদিন বেলা সাড়ে বারোটা নাগাত মার্গরিতা এবং দুপুর দুটোর সময় নাজিরায় জনসভা করবেন। এরপরেই শাহ জনসভা শেষ করে দুপুর ২ টোয় রওনা দেবেন পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে।

48

 রবিবার বিকেল ৫ টা ১৫  নাগাদ খড়গপুরে রোড শো করবেন অমিত শাহ। খড়গপুর সদরের সেলেব প্রার্থী হিরণ চট্টোপাধ্য়ায়ের সমর্থনে প্রচারসূচি রয়েছে তাঁর। 

58


তবে ১৪  মার্চ রাজ্য়ে এসে খড়গপুর সদরে রোড শো করে এরপরের দিন ১৫ মার্চ একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহের। 
 

68


১৫ তারিখ সোমবার বেলা এগারোটায় অমিত শাহ সভা করবেন ঝাড়গ্রামে। এরপর দুপুর ১টা রাণিবাঁধে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
 

78

রাজ্য়ে ভোট ঘোষণার পর চলতি সপ্তাহ থেকেই প্রচারে নামছে বিজেপি কেন্দ্রীয় নের্তৃত্ব। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার মতো বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে এবার পাশপাশি দফায় দফায় জনসভা করবেন একাধিক তারকা প্রচারক। এরই মধ্য়ে সূচি বদল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 

88

১৫ তারিখ শাহের রাজ্য সফরের কথা থাকলেও পরে তা পরিবর্তিত হয়ে ১৪ মার্চ রবিবার করা হয়। রবিবার ছুটির দিনেই মূলত রোড শো করার পরিকল্পনা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর।

click me!

Recommended Stories