নির্বাচনী প্রচারে টালিগঞ্জের দেওয়াল ভরল বাবুলের নামে, দেখুন ছবিতে-ছবিতে

বাংলায় এবার দোরগড়ায় ভোট। আর এবার টালিগঞ্জ থেকে হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়ো। প্রসঙ্গত, তাঁর বিরুদ্ধে অরূপ বিশ্বাস তৃণমূলের প্রার্থী। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ো বনাম রাজ্য়ের মন্ত্রী অরুপ বিশ্বাসের ভোট যুদ্ধে দেখার অপেক্ষায় বাংলা। আর প্রাক ভোটযুদ্ধকালীন সময়ে প্রচারে প্রচারে দেওয়াল ভরল এবার বাবুলের নামে। নানা রঙে রঙীন হয়ে উঠল টালিগঞ্জের অলিগলিতে দেওয়ালগুলি।

 

Asianet News Bangla | Published : Mar 21, 2021 7:01 AM IST
18
নির্বাচনী প্রচারে টালিগঞ্জের দেওয়াল ভরল বাবুলের নামে, দেখুন ছবিতে-ছবিতে


বাংলায় এবার দোরগড়ায় ভোট। আর এবার টালিগঞ্জ থেকে হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়ো। 

28

প্রসঙ্গত,  বাবুল সুপ্রিয়োর বিরুদ্ধে অরূপ বিশ্বাস তৃণমূলের প্রার্থী।

38

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ো বনাম রাজ্য়ের মন্ত্রী অরুপ বিশ্বাসের ভোট যুদ্ধে দেখার অপেক্ষায় বাংলা।

48

আর প্রাক ভোটযুদ্ধকালীন সময়ে প্রচারে প্রচারে দেওয়াল ভরল এবার বাবুলের নামে।

58

নানা রঙে রঙীন হয়ে উঠল টালিগঞ্জের অলিগলিতে দেওয়ালগুলি।

68


এদিকে সম্প্রতি প্রচারে বেরিয়ে ভবানেপুরে বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়ো।

78

'গো ব্য়াক স্লোগান' দিয়ে দীর্ঘক্ষণ তৃণমূল কর্মী-সমর্থকরা তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ।
 

88

এরপরে গোটা ঘটনার ভিডিও টুইট করে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাবুল সুপ্রিয়। অভিযোগ দায়ের হতেই রিপোর্ট তলব কমিশনের
 

Share this Photo Gallery
click me!

Latest Videos