দক্ষিণ ২৪ পরগনা
সোনারপুর দক্ষিণ, ভাঙ্গর, কসবা, যাদবপুর, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ - চতুর্থ দফায় দক্ষিণ ২৪ পরগনার এই ১১টি আসনে ভোটগ্রহণ। মোট ১৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে - বারুইপুর পুলিশ জেলায় ৪৫ কোম্পানি, ডায়মন্ডহারবার পুলিশ জেলায় ৩৯ কোম্পানি এবং কলকাতায় ১০১ কোম্পানি।