আম গবেষণা কেন্দ্র থেকে 'সহভোজ', রোড শো সহ রইল নাড্ডার মালদা সফরের সেরা মুহূর্ত-ছবিতে ছবিতে

 শনিবার মালদহে এসেই প্রথমে আম গবেষেণা কেন্দ্রে যান জেপি নাড্ডা। এরপর কৃষক সুরক্ষা অভিযানে পৌঁছে কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রায় ২৫০০ কৃষকের সঙ্গে সহ ভোজ সারেন তিনি। এরপর মধ্যাহ্নভোজ সেরে শ্য়ামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করেন নাড্ডা। বেরিয়ে পড়েন ইংরেজ বাজারে প্রায় ১ কিমি রোড শোয়ে। এরপরেই  নবদ্বীপের উদ্দেশ্য়ে রওনা হন  কেন্দ্রীয় সভাপতি।


 

Asianet News Bangla | Published : Feb 6, 2021 5:03 PM / Updated: Feb 06 2021, 05:16 PM IST
114
আম গবেষণা কেন্দ্র থেকে 'সহভোজ', রোড শো সহ রইল নাড্ডার মালদা সফরের সেরা মুহূর্ত-ছবিতে ছবিতে
শনিবার মালদহে এসে পৌছন জেপি নাড্ডা, তাঁকে স্বাগত জানান জেলা বিজেপির শীর্ষ নের্তৃত্ব।
214
শনিবার মালদহে এসেই প্রথমে আম গবেষেণা কেন্দ্রে যান জেপি নাড্ডা। সঙ্গে যাবেন দিলীপ ঘোষ।
314
মালদহের কৃষির একটা বড় অংশ আম চাষকে ঘিরে। কীভাবে তাই আম চাষকে আরও উন্নত মানের করা যায়, তোলা যায় জাতীয় স্তরে, এনিয়ে কথা বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
414
পাশপাশি কৃষকদের সাহায্যের কথাও তিনি বলেন। আম গবেষণা কেন্দ্র পুরোটাই জেপি নাড্ডা ঘুরে দেখেন।
514
'কৃষকদের সঙ্গে অন্য়ায় করেছেন মমতা', সাহাপুরে কৃষক সুরক্ষা অভিযানে এসে সাফ জানালেন জেপি নাড্ডা।
614
মালদহে নিজে হাতে গো মাতাকে খাবার খাওয়ালেন বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা।
714
এরপর কৃষক সুরক্ষা অভিযানে পৌঁছে কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রায় ২৫০০ কৃষকের সঙ্গে সহ ভোজ সারেন তিনি।
814
শনিবারের কৃষক সুরক্ষা অভিযানে খাবারের মেনু ছিল খিচুড়ি এবং ৫ রকমের সবজি
914
দলের কৃষক সুরক্ষা অভিযানের সমাপ্তি হয়েছে মালদহে। বাড়ি-বাড়ি থেকে সংগ্রহ করা মুষ্টি ভিক্ষার চাল-ডাল দিয়ে তৈরি হয়েছে খাবার। সকলের সঙ্গে সেই আহার সারলেন নাড্ডা।
1014
এদিন গুরুত্বপূর্ণ দলীয় বৈঠক সেরে নিচ্ছেন কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা।
1114
'কৃষকদের সঙ্গে অন্য়ায় করেছেন মমতা', সাহাপুরে কৃষক সুরক্ষা অভিযানে এসে সাফ জানালেন জেপি নাড্ডা।
1214
বক্তব্য়ের শুরুতেই জানিয়েছেন, ৬ হাজার টাকা করে কৃষকরা পাবেন। তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, কেন্দ্রের প্রকল্প রাজ্য়ে বাস্তবায়ন করতে দিচ্ছেন না মমতা। এই কারণে রাজ্য়ের ৭০ লাখ কৃষকরা বঞ্চিত হয়েছেন।
1314
এরপরেই ইংরেজ বাজারে প্রায় ১ কিমি রোড শোয়ে বেরিয়ে পড়েন নাড্ডা।
1414
নাড্ডার ইংরেজ বাজার সফর ঘিরে স্থানীয়দের উৎসাহ তুঙ্গে। হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছেন নাড্ডা।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos