২০১১ সালের বিধানসভা ভোট তাঁর কাছে ছিল অতি গুরুত্বপূর্ণ। ২০০৬ সালের অমোঘ বাণী, আমরা '২৩০ ওরা ৩০'-এর পরের পাঁচ বছর ওই খাতেই বইতে থেকেছিল সিপিএম তথা বামফ্রন্টের শাসন-মনোভাব। আর তার ফায়দা লুটছিলেন মমতা, পৌঁছে গিয়েছিলেন সরকার বিরোধী যে কোনও আন্দোলনে। সিঙ্গুর ছিল বামফ্রন্টের শেষের শুরু, আর নন্দীগ্রাম ছিল বাম কফিনের শেষ পেরেক। একটুও অতিকথন হবে না, যদি বলা হয়, মমতা তখন ছিলেন ক্ল্যাসিকাল বামপন্থী ভূমিকায়, সমস্ত বিক্ষোভকে তিনি বিদ্রোহের রূপ দিতে সমর্থ হচ্ছিলেন, অবশ্যই অন্যদের সহযোগিতায়।