বাংলায় জাতিভেদ, বর্ণভেদ আগে ছিল না, তা নয়। ভেদাভেদের রাজনীতিতে না গিয়ে, পিছিয়ে পড়া জাতি-উপজাতিদদের শ্রেণী হিসাবে দেখত বামেরা। পাড়া বা ক্লাব কমিটি গড়ে, সেই কমিটিতে সকল জাত-বর্ণ-ধর্মের প্রতিনিধিত্ব রাখা হত। অনেক ক্ষেত্রে সেই কমিটির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ছিল। তাই ভেদাভেদ থাকলেও, রাজনৈতিক ঐক্যে এক হয়ে ছিল বিভিন্ন সম্প্রদায়। তবে, তৃণমূল কংগ্রেসের আমলে, যাবতীয় সরকারি সুবিধা এমনভাবে স্থানীয় নেতারা কুক্ষিগত করে রেখেছেন, তাতে ক্ষোভ বেড়েছে সকল সম্প্রদায়ের। তার সঙ্গে যুক্ত হয়েছে বাংলার পিছিয়ে পড়া জাতি-উপজাতি সম্প্দায়ের নতুন শিক্ষিত প্রজন্মের উচ্চাকাঙ্খা।