করোনার থাবায় লকডাউন চলাকালীন বাইরে কোনও কাজ ছিল না। তা বলে কী শিল্পীরা বসে থাকতে পারেন। গোটা গ্রাম জুড়ে বাড়ির দেওয়াল গুলিতে তুলির টানে ফুটিয়ে তুললেন গ্রাম বাংলার চিত্র। অ্য়াবস্ট্রাক, টেরাকোটা, মধুবনি সব যেন মিলে মিশে একাকার। চিত্রশিল্পীর নাম অতনু ঘোষ। হুগলি জেলার ছোট্ট গ্রাম জয়পুর। সেখান বাসিন্দা ওই চিত্রশিল্প। তবে অতনু নামটাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। পেশায় বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পার্শ্বশিক্ষক তিনি। তাঁর তুলির টানে গোটা গ্রাম যেন জলছবি।