ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা, দশের নীচে কোথায় কোথায় নামল তাপমাত্রা
রাজ্য জুড়ে শীতের কামড়
অধিকাংশ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা
কলকাতায় মরশুমের শীতলতম দিন
গোটা রাজ্যেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি
debamoy ghosh | Published : Dec 28, 2019 1:30 PM IST
গোটা দার্জিলিং জেলা জুড়েই শীতের তাণ্ডব। দার্জিলিঙে তাপমাত্রা নেমে হয় ১.৬ ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে তাপমাত্রা নামে ৫ ডিগ্রিতে। কালিম্পঙে তাপমাত্রা কমে হয় ৪ ডিগ্রি।
পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ঠান্ডার দাপট কিছু কম নয়। বাঁকুড়া- ৮.৫, পশ্চিম মেদিনীপুর- ৯.৬, কলাইকুণ্ডা- ৮.৬, পুরুলিয়াতে তাপমাত্রা নেমে গিয়েছে ৭ ডিগ্রিতে।
ঠান্ডার দাপটে পাল্লা দিচ্ছে গোটা দক্ষিণবঙ্গ। আসানসোলে তাপমাত্রা নেমেছে ৮.২ ডিগ্রিতে, বর্ধমানে তাপমাত্রা ৮.৩। বীরভূমের শ্রীনিকেতনে তাপমাত্রা নেমেছে ৭.৪ ডিগ্রিতে।
দিঘার তাপমাত্রা নেমে হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে। ডায়মন্ডহারবার, ব্যারাকপুর এবং বহরমপুরে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে। নতুন বছরে ১ থেকে ৩ জানুয়ারি পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।