ভিখারিনী থেকে প্রায় রাজরানি হওয়ার জোগাড়। রাণু এখন ছেয়ে আছেন দেশজুড়ে। সবচেয়ে বড় কথা ডিজিটাল দুনিয়া জুড়ে। রাস্তার ধারে শতছিন্ন পোশাক আর না-খেতে পাওয়া শরীরে যে গান তিনি শুনিয়েছিলেন তাতে সাড়া পড়ে গিয়েছিল। অনেকে ভেবেছিলেন সাক্ষাত লতা নেমে এসেছেন নদিয়ার রানাঘাট স্টেশনে। রাতারাতি রাণু হয়ে গিয়েছেন সেলিব্রিটি। এখন তাঁর পরনে দামি সিল্কের শাড়ি, ঘাঘরা থেকে শুরু করে বিশ্বখ্যাত সংস্থার সব নামি প্রসাধনি। মাত্র কয়েক মাসেই রাণু এখন কিম্মতদার। তবে, রাণু-র উত্থানে বিতর্ক কম নেই। কারণ তাঁর মেজাজ। যা নিয়ে এখন চরম খিল্লি নেটদুনিয়ায়। জেন ওয়াই-এর প্রতিনিধি না হয়েও রাণু এখন ডিজিটাল দুনিয়ার নয়নের মণি। তবে এতে যত না প্রশংসা তার থেকে বেশি বিতর্ক ও নিন্দাই সঙ্গী হয়েছে রাণু-র। এখানে একগুচ্ছ মিম-দেওয়া হয়েছে। এই মিম-এর মধ্যে দিয়ে কাউকে ছোট করাটা আমাদের উদ্দেশ্য নয়। মিম এখন ডিজিটাল দুনিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করেন নেটিজেনরা। এইসব মিম-এর অধিকাংশই একটা উদ্দেশ্যপ্রণোদিত ভাবধারায় তৈরি করা হয় হাস্যরস তৈরির জন্য। এখানে সমস্ত মিম-ই সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।