রিষড়ার মোড়পুকুর বকুলতলা এলাকায় থাকেন শৈবাল দত্ত। পেশায় তিনি খবরে কাগজের হকার। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে সংসার।
25
তখনও লকডাউন শুরু হয়নি। মাস খানেক আগে বাথরুমে পড়ে দিয়ে হাত ভেঙে যায় শৈবালের। অস্ত্রোপচার করতে হয়। ফলে লোকের বাড়ি বাড়ি গিয়ে আর খবরের কাগজ দিতে পারেন না।
35
একমাত্র মেয়ে সুনেত্রা পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের ছাত্রী। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি।