বাজি কারখানায় আচমকা বিস্ফোরণ, উড়ল বাড়ির ছাদ

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়াল এলাকায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, বাজি কারখানার চাল উড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় পাশে রাখা টিন। ওই কারখানায় আতজবাজি তৈকি হত বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।    

Asianet News Bangla | Published : Sep 28, 2020 2:40 PM IST

16
বাজি কারখানায় আচমকা বিস্ফোরণ, উড়ল বাড়ির ছাদ

মাঝরাতে তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল বারুইপুর। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। 

26


বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, অ্যাসবেটরের তৈরির ওই কারখানার  চাল উড়ে যায়। একই সঙ্গে আগুন ধরে যায় ওই কারখানায়। স্থানীয় বাসিন্দারা নিজেরাই আগুন লাগানোর চেষ্টা করেন।

36

রবিবার মাঝরাতে বারুইপুরের চম্পাহাটির হাড়াল এলাকায় বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ হয়। রাতের সময় আচমকা বিকট শুব্দ শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। 

46

বিস্ফোরণের জেরে ওই কারখানার ছাদ উড়ে গিয়েছে। পাশে থাকা টিন গুলিও দমুড়ে মুচড়ে যায়। কারখানার ভিতরেও আগুন লেগে যায়। 
 

56

প্রতিবেশীরা জানান, আতসবাজি তৈরি হত ওই বাজি কারখানায়। তবে বেআইনি বাজি সেখানে তৈরি হত বলে তাঁদের দাবি। ওই এলাকায় আরও অনেক বাজি তৈরির কারখানা রয়েছে। 

66

ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। ওই বাজি কারখানায় বৈধ অনুমতি ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos