প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)-এর তাণ্ডবে তছনছ উপকূলবর্তী এলাকা। একে করোনা প্রকোপ, তার উপর এদিন ঘরছাড়া অসংখ্য মানুষ। এদের অনেকই আবার কোভিডে স্বজনহারা। সতর্কবার্তা শুনে ত্রাণ শিবিরে গিয়েছে ঠিকই। বৃষ্টির জলে দেখা বোঝার উপায় নেই যে, চোখ ভিজে যাচ্ছে। আর কি ফেরা হবে ভিটে বাড়িতে, ওইটুকুই তো শেষ সম্বল, কোভিডে হারানো প্রিয় জনের সব স্মৃতিটুকুও তো ওই বাড়ি খানি ঘিরেই। কিন্তু আপন নিয়মেই চলে প্রকৃতি। তাই নতুন সৃষ্টির আগে ভেঙে দিয়ে গেল অসংখ্য বাঁধ-আর বসত বাড়ি। দেখুন ছবিতে-ছবিতে।