যশের দাপটে ভেঙে চুরমার বাঁধ-বসত বাড়ি, ইচ্ছে না থাকা সত্ত্বেও ছলছল চোখে বাহিনীর নৌকায় উঠছে সবাই

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)-এর তাণ্ডবে তছনছ উপকূলবর্তী এলাকা। একে করোনা প্রকোপ, তার উপর এদিন ঘরছাড়া অসংখ্য মানুষ। এদের অনেকই আবার কোভিডে স্বজনহারা। সতর্কবার্তা শুনে ত্রাণ শিবিরে গিয়েছে ঠিকই। বৃষ্টির জলে দেখা বোঝার উপায় নেই যে, চোখ ভিজে যাচ্ছে। আর কি ফেরা হবে ভিটে বাড়িতে, ওইটুকুই তো শেষ সম্বল, কোভিডে হারানো প্রিয় জনের সব স্মৃতিটুকুও তো ওই বাড়ি খানি ঘিরেই। কিন্তু আপন নিয়মেই চলে প্রকৃতি। তাই নতুন সৃষ্টির আগে ভেঙে দিয়ে গেল অসংখ্য বাঁধ-আর বসত বাড়ি। দেখুন ছবিতে-ছবিতে।

 
 

Asianet News Bangla | Published : May 26, 2021 10:59 AM IST / Updated: May 26 2021, 04:37 PM IST
110
যশের দাপটে ভেঙে চুরমার বাঁধ-বসত বাড়ি, ইচ্ছে না থাকা সত্ত্বেও ছলছল চোখে বাহিনীর নৌকায় উঠছে সবাই

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)-এর তাণ্ডবে তছনছ উপকূলবর্তী এলাকা। উদ্ধার কাজে নেমেছে উপকূলীয় রক্ষী বাহিনীরা

210

পূর্ব মেদিনীপুরে ৫১টি বাঁধ ভেঙেছে।  জলের নীচে মন্দির প্রাঙ্গন। নীচুভূমিতে বন্যা হয়ে গিয়েছে।

310

দীঘা, শঙ্করপুর, তাজপুর স্টেশন ক্ষতিগ্রস্থ হয়েছে। এই অবধি ২০ হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

410
510

  হলদিয়ায় গ্রামে জল ঢুকে পড়ায়,  জিনিসপত্র নিয়ে ত্রাণ শিবিরে যাচ্ছে মানুষ। 

610

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা রাজ্যকে বাঁচাতে ১০ জেলায় ইতিমধ্যেই নেমেছে ১৭ কোম্পানি সেনা।

710

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা এবং বঙ্গীয় উপকূলে অতি শক্তিশালী ঝড়ের দাপট চলছে। 

810

এটি ধীরে ধীরে ওড়িশার বালেশ্বেররের থেকে আরও উত্তর-পশ্চিমে ঝাড়খন্ডের দিকে সরে যাচ্ছে। যদিও এদিন নির্ধারিত সময়ের আগেই উড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় যশ।

910

 ঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণা উপকূলবর্তী এলাকায়। দুর্যোগ চলে দক্ষিণবঙ্গেও। তবে এবারের মতো রক্ষা পেল কলকাতা। 
 

1010

 অতি শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone Yaas)এর জেরে একাধিক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে আগে থেকে সতর্ক থাকতেই, এবার ঝড় থামতেই ওই এলাকায় হাজির সরকারি বিদ্যুৎ বিভাগের কর্মীরাও।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos