উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ মালদহে। শেষ খবর অনুযায়ী, জেলায় আক্রান্তের সংখ্যা তেরোশো ছাড়িয়ে দিয়েছে। সূ্ত্রের খবর, মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সংক্রমণের শিকার হন ল্য়াবোরেটরিতে কর্মরত ছ'জন কর্মী। ফলে বন্ধ রাখতে হয় সোয়াব টেস্টও।