করোনা আতঙ্কে যখন বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সকলেই, তখন কর্তব্যের খাতিরে পথে নেমেছেন পুলিশকর্মীরা।
লকডাউন সফল করতে রাজ্যের সর্বত্রই ডিউটি করতে হচ্ছে তাঁদের। রাস্তায় তো থাকছেনই, প্রয়োজন পড়লে পুলিশকর্মীরা ছুটে যাচ্ছেন কোয়ারেন্টাইন সেন্টারেও।
নিরলস পরিশ্রমের জন্য পুলিশকর্মীদের সম্মান জানালেন রায়গঞ্জের কয়েকজন যুবক। দেওয়া হল ফুল ও চকোলেট।
লকডাউনে ছুটি নেই পুরসভার সাফাইকর্মীদেরও। ফুল ও চকোলেট পেলেন তাঁরাও।
৫ দিন কয়েক আগে ভিড় সরাতে পুলিশকর্মীরা আক্রান্ত হন হাওড়ায়। ভাঙচুর চলে পুলিশের দুটি গাড়িতেও। এবার উল্টো ছবি দেখা গেল রায়গঞ্জে।
Asianet News Bangla