পশ্চিমবঙ্গের বিজেপির ভিতর সবকিছু ঠিকঠাক চলছে না, দলের অভ্যন্তর থেকে এমনই কানাঘুষো শোনা যাচ্ছে। দলের শীর্ষ নেতৃত্ব এবং রাজ্য শাখার তরফ থেকে বারবার ঐক্যবদ্ধ থাকার দাবি করা হলেও, দলের মধ্যে নেতৃত্বকে কেন্দ্র করে যে অসন্তোষ তৈরি হচ্ছে, তাতে করে বিজেপি-তে বড়সড় ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর বঙ্গ বিজেপির একাধিক নেতা রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-কে নিয়ে অসন্তুষ্ট। এই নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও দরবার করেছেন তাঁরা। এই অবস্থায় এই বিষয়ে হস্তক্ষেপ করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস, এমনটাই শোনা যাচ্ছে।