পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, ভিআইপি রোডের উপর নৌকা রেখে অভিনব প্রতিবাদ তৃণমূলের

Published : Jul 11, 2021, 05:55 PM IST

প্রতি দু-একদিন অন্তর তেলের দাম বাড়াচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ইতিমধ্যেই কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ ছাড়িয়ে গিয়েছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও ১০০ ছাড়িয়েছে দাম। দামবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। আজ সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। 

PREV
18
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, ভিআইপি রোডের উপর নৌকা রেখে অভিনব প্রতিবাদ তৃণমূলের

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজারহাট গোপালপুর বিধানসভা এলাকায় অভিনব প্রতিবাদে সামিল তৃণমূল। 

28

বাগুইআটি বাসস্ট্যান্ডে অভিনব অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। 

38

ভিআইপি রোডের উপর নৌকা রেখে তার উপরে কাঠের জালে রান্না করা হয়। 

48

এই অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সারা রাজ্যজুড়ে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে তৃণমূল পথে নেমেছে বলে জানিয়েছেন তিনি। 

58

নৌকা রেখে তার উপরে কাঠের জালে বেগুনি ভাজা হয়। তারপর তা বিক্ষোভে সামিল সবার মধ্যে বিতরণ করা হয়। 

68

পেট্রোল-ডিজেলের দাম না কমালে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেবরাজ চক্রবর্তী। 

78

পেট্রোল ও ডিজেলের দাম যেভাবে বাড়ছে তাতে একটা সময় মানুষকে পেট্রোল চালিত গাড়ি বাদ দিয়ে সাইকেল, গরুর গাড়ি এই সব যানবাহন নিয়ে রাস্তায় বের হতে হবে বলে মনে করছেন তৃণমূল নেতৃত্ব। 
 

88

পেট্রোল-ডিজেলের দাম না কমালে তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেবরাজ চক্রবর্তী। 

click me!

Recommended Stories