প্রতি দু-একদিন অন্তর তেলের দাম বাড়াচ্ছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ইতিমধ্যেই কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০০ ছাড়িয়ে গিয়েছে। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও ১০০ ছাড়িয়েছে দাম। দামবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। রাজ্যের বিভিন্ন জায়গায় মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল। আজ সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল শুরু হয়েছে।