শহীদ জওয়ানের মায়ের হাতে দূর্গামায়ের মন্ডপের দ্বারোদঘাটন হাওড়ায়। বুধবার মহাপঞ্চমীর সন্ধ্যায় বাবলু সাঁতরা সহ দেশের বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাল হাওড়ার রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি।বীর শহীদ বাবলু সাঁতরার মা বনমালাদেবীকে এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সম্মান জানানো হয়।
শহীদের মা বনমালাদেবীকে এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সম্মান জানানো হয়েছে
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি ২০১৯। জম্মু থেকে কাশ্মীর যাওয়ার পথে পুলওয়ামার অবন্তিপুরাতে জঙ্গি হামলায় ৪৯ জন জওয়ান শহীদ হয়েছিলেন। হাওড়ার বাউড়িয়ার বাবলু সাঁতরা ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তিনি সিআরপিএফের ৩৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ান ছিলেন। বুধবার মহাপঞ্চমীর সন্ধ্যায় বাবলু সাঁতরা সহ দেশের বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাল হাওড়ার রামকৃষ্ণপুর পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। রামকৃষ্ণপুর লেনের এই পুজোর এবার ৭৪তম বর্ষের উদ্বোধনে দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বীর শহীদ বাবলু সাঁতরার মা বনমালাদেবীকে এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সম্মান জানানো হয়।
স্বাভাবিক ভাবেই , এই সিদ্ধান্তে খুশী এলাকাবাসী
বনমালাদেবী এদিন প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির তরফে মোহন বসু, অয়ন বন্দ্যোপাধ্যায়, আইএফএ এর সহ সভাপতি শ্যামল মিত্র সহ অন্যান্য বিশিষ্টরা। স্বাভাবিক ভাবেই , এই সিদ্ধান্তে খুশী এলাকাবাসী।