ক্যালিফোর্নিয়ার ফুড ফেস্টিভালে বন্দুকবাজদের হামলা, নিহত অন্তত ৩, বহুজন আহত

Indrani Mukherjee |  
Published : Jul 29, 2019, 10:37 AM ISTUpdated : Jul 29, 2019, 10:41 AM IST
ক্যালিফোর্নিয়ার ফুড ফেস্টিভালে বন্দুকবাজদের হামলা, নিহত অন্তত ৩, বহুজন আহত

সংক্ষিপ্ত

ক্যালিফোর্নিয়ার ফুড ফেস্টিভালে বোমাবাজি নিহত হয়েছেন অন্তত ৩ জন আহতের সংখ্যা কমপক্ষে ১২ জন আহতদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে

আনন্দ অনুষ্ঠান নিমেশেই পরিণত হল বিষাদে। রবিবার ক্যালিফোর্নিয়ায় ঘটে গিয়েছে একটি ভয়ানক ঘটনা। ক্যালিফোর্নিয়ার ফুড ফেস্টিভ্যালে আচমকাই হামলা চালায় বন্দুকবাজরা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, আকস্মিক এই দুর্ঘটনা মৃত্যু হয়েছে তিন জনের। আহত হন বেশ কয়েকজন।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ক্যালিফোর্নিয়াতে চলা গার্লিক ফেস্টিভালের মাঝে আচমকাই দৌড়োদৌড়ি করতে শুরু করেন ইভেন্টে আসা সাধারণ মানুষ। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে  স্থানীয় মানুষরা জানিয়েছেন। আচমকাই বন্দুকবাজদের হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন এবং আহত হয়েছেন ১২ জন। 

প্রসঙ্গত সান জোসে প্রতি বছরই এই ফুড ফেস্টিভালের আয়োজন করা হয়, যার নাম গিলরয় গার্লিক ফেস্টিভাল। এবারেও সাড়ম্বরে পালিত হয়েছিল সেই উৎসব। প্রতিবছর তিন দিন ধরে উৎযাপিত হয় এই উৎসব। এবছর গচকালই ছিল উৎসবের শেষ দিন। আর সেইদিনই হামলা চালানো হয় বলে খবর। 

ঘটনার পর পরিস্থিতিকে স্বাভাবিক করার প্রচেষ্টায় পুলিশ। পরিস্থিতিকে স্বাভাবিক করতে সান জোসে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। পুলিশসূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ফেস্টিভ্যালে  অংশগ্রহণকারীদের মধ্যেই একজন সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ফুটেজ শেয়ার করে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও থেকে বোঝা যাচ্ছে সেখানে এত জোরে গানবাজনা চালানো হচ্ছিল যে, গুলির আওয়াজ স্পষ্ট শোনা যায়নি। অংশগ্রহণকারীদের হুড়োহুড়ি দেখেই গোটা পরিস্থিতিটি বুঝতে পারে তাঁরা।  

PREV
click me!

Recommended Stories

জাপানে মাত্র ১০ ফুট গভীরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
মহাকাশে নক্ষত্রে বিরাট বিস্ফোরণ! প্রথম ক্লোজ-আপ ছবি তুললেন বিজ্ঞানীরা, দেখুন