BREAKING NEWS: মেক্সিকোর বার আর হোটেলে বন্দুকবাজের হামলা, নিহত কমপক্ষে ১০

Published : Sep 22, 2022, 09:25 AM IST
BREAKING NEWS: মেক্সিকোর বার আর হোটেলে বন্দুকবাজের হামলা, নিহত কমপক্ষে ১০

সংক্ষিপ্ত

আবার বন্দুকবাজের হামলা মেক্সিকোটে। যা নতুন করে মনি করিয়ে দিল মে মাসের হামলাকে। সেন্ট্রাল মেক্সিকোর সেলায়ার একটি হোটেল ও দুটি বারে বন্দুকবাজের গুলিতে হয়েছে কমপক্ষে ১০ জন। 

আবার বন্দুকবাজের হামলা মেক্সিকোটে। যা নতুন করে মনি করিয়ে দিল মে মাসের হামলাকে। সেন্ট্রাল মেক্সিকোর সেলায়ার একটি হোটেল ও দুটি বারে বন্দুকবাজের গুলিতে হয়েছে কমপক্ষে ১০ জন। 

মার্চ মাসের রবিবার মধ্য মেক্সিকোতে ১৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্টেট অ্যাটর্নি জেলারেনের অফিস থেকে সেই সময় বিবৃতি জারি করে জানান হয়েছে। সেই সময় আহত হয়েছিল আরও বেশ কয়েকজন। তার আগে জানুয়ারিতে গুয়ানাজুয়াতো রাজ্যের একটি গ্রামীণ সম্প্রদায়ে একটি পরিবারের ছয় সদস্যকে হত্যা করা হয়েছিল। চার মাস আগে সিলাও পুরোসভায় এই ধরনের হামলা হয়েছিল। 

২০০৬ সালের ডিসেম্বরে সরকার একটি বিতর্কিক মাসরিক মাদকবিরোধী অভিযান শুরু করেছিল। স্থানীয় প্রশাসনের হিসেব অনুযায়ী তারপর থেকেই বেড়েছে বন্দুকবাজের হামলা। স্থানীয় প্রশসনের পরিসংখ্যন অনুযায়ী এখনও পর্যন্ত ৩ লক্ষ ৪০ হাজারের বেশি মানুকে হত্যা করা হয়েছে বলে রেকর্ড করা হয়েছে। 

বিস্তারিত আসছে...

PREV
click me!

Recommended Stories

বিস্ফোরক বা মাদক আছে বলে সন্দেহ, লন্ডনে মহসিন নকভির গাড়ি তল্লাশি পুলিশের
LIVE NEWS UPDATE: 'ক্রিকেটের চেয়ে অন্য কোনও কিছুকে বেশি ভালোবাসি না,' বার্তা স্মৃতি মন্ধানার