Bangladesh News: পাকিস্তানি চাল পেটে সইছে না? এবার ভারতের কাছে ভিক্ষা বাংলাদেশের

Published : Mar 20, 2025, 06:01 PM IST
Why brown rice is not recommended for diabetics

সংক্ষিপ্ত

বাংলাদেশে অশান্তির আবহে ক্রমশ বাড়ছে ভারতের প্রতি বিদ্বেষ। বন্ধু ভারত এখন শত্রু! পাকিস্তানের কাছ থেকে চলছে চাল-ডাল, আলু-পেঁয়াজ কেনাবেচা। জিন্না প্রীতি দেখাতে গিয়ে পাকিস্তান থেকে (Pakistan News) আমদানি করা চাল এখন মুখে রুচছে না বাংলাদেশবাসীর। এমনটাই  

ঢাকা: বাংলাদেশে অশান্তির আবহে ক্রমশ বাড়ছে ভারতের প্রতি বিদ্বেষ। বন্ধু ভারত এখন শত্রু! পাকিস্তানের কাছ থেকে চলছে চাল-ডাল, আলু-পেঁয়াজ কেনাবেচা। জিন্না প্রীতি দেখাতে গিয়ে পাকিস্তান থেকে (Pakistan News) আমদানি করা চাল এখন মুখে রুচছে না বাংলাদেশবাসীর। এমনটাই কানাঘুষো শোনা গিয়েছে।

সূত্রের খবর, ঘুরিয়ে ঘাস খেতে গিয়ে ফের ভারতের কাছেই হাত পাততে চলেছে বাংলাদেশ। পাকিস্তানের চাল খাওয়ার অযোগ্য হওয়ায় এবার ভারত থেকে চালের জন্য হাত পাতছে মহম্মদ ইউনূসের (Yunus Bangladesh) অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে অশান্তির পরিস্থিতিতে এর আগেও বিগত কয়েক মাসে ভারত থেকে চাল রফতানি করা হয়েছিলো পদ্মাপাড়ের দেশে। তারপরেও মিটছে না খিদের জ্বালা। ফের ভারতের কাছ থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনূস সরকার।

এদিকে ভারতের কাছ থেকে চাল আমদানি (India Rice) করা নিয়ে সাফাই দিয়েছে ইউনূস সরকার। তাদের দাবি, খাদ্যের যোগান বাড়াতেই ভারত সরকারের কাছ থেকে এই চাল কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই চাল কেনার জন্য ভাঁড়ে মা ভবানী বাংলাদেশের খরচ করতে হবে প্রায় ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশের অর্থ মন্ত্রকের উপদেষ্টার তরফে এই খবর জানা গিয়েছে। সূত্রের খবর এ দেশ থেকে চাল আমদানির জন্য খুব শীঘ্রই ভারত সরকারের কাছে আবেদন জানাবে বাংলাদেশ সরকার।

বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে (Bangladesh News) প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, ভারতের মেসার্স এস পাত্তাভি আগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড থেকে এই চাল কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে, ৪২৯.৫৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ ডলারের সমান। এর আগেও বাংলাদেশ খাদ্য মন্ত্রকের আবেদনে প্রায় ৫০ হাজার মেট্রিক টন চাল ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে রফতানি করা হয়েছিলো।

জানা গিয়েছে, বাংলাদেশ উপদেষ্টা পরিষদ কমিটির তরফে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ভারত থেকে চাল কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই প্রথম নয়, বাংলাদেশ সরকারের তরফে এর আগেও পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকেও চাল কিনেছিল বাংলাদেশ (Bangladesh)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে