Bangladesh News: পাকিস্তানি চাল পেটে সইছে না? এবার ভারতের কাছে ভিক্ষা বাংলাদেশের

বাংলাদেশে অশান্তির আবহে ক্রমশ বাড়ছে ভারতের প্রতি বিদ্বেষ। বন্ধু ভারত এখন শত্রু! পাকিস্তানের কাছ থেকে চলছে চাল-ডাল, আলু-পেঁয়াজ কেনাবেচা। জিন্না প্রীতি দেখাতে গিয়ে পাকিস্তান থেকে (Pakistan News) আমদানি করা চাল এখন মুখে রুচছে না বাংলাদেশবাসীর। এমনটাই 

 

ঢাকা: বাংলাদেশে অশান্তির আবহে ক্রমশ বাড়ছে ভারতের প্রতি বিদ্বেষ। বন্ধু ভারত এখন শত্রু! পাকিস্তানের কাছ থেকে চলছে চাল-ডাল, আলু-পেঁয়াজ কেনাবেচা। জিন্না প্রীতি দেখাতে গিয়ে পাকিস্তান থেকে (Pakistan News) আমদানি করা চাল এখন মুখে রুচছে না বাংলাদেশবাসীর। এমনটাই কানাঘুষো শোনা গিয়েছে।

সূত্রের খবর, ঘুরিয়ে ঘাস খেতে গিয়ে ফের ভারতের কাছেই হাত পাততে চলেছে বাংলাদেশ। পাকিস্তানের চাল খাওয়ার অযোগ্য হওয়ায় এবার ভারত থেকে চালের জন্য হাত পাতছে মহম্মদ ইউনূসের (Yunus Bangladesh) অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে অশান্তির পরিস্থিতিতে এর আগেও বিগত কয়েক মাসে ভারত থেকে চাল রফতানি করা হয়েছিলো পদ্মাপাড়ের দেশে। তারপরেও মিটছে না খিদের জ্বালা। ফের ভারতের কাছ থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনূস সরকার।

Latest Videos

এদিকে ভারতের কাছ থেকে চাল আমদানি (India Rice) করা নিয়ে সাফাই দিয়েছে ইউনূস সরকার। তাদের দাবি, খাদ্যের যোগান বাড়াতেই ভারত সরকারের কাছ থেকে এই চাল কেনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই চাল কেনার জন্য ভাঁড়ে মা ভবানী বাংলাদেশের খরচ করতে হবে প্রায় ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশের অর্থ মন্ত্রকের উপদেষ্টার তরফে এই খবর জানা গিয়েছে। সূত্রের খবর এ দেশ থেকে চাল আমদানির জন্য খুব শীঘ্রই ভারত সরকারের কাছে আবেদন জানাবে বাংলাদেশ সরকার।

বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে (Bangladesh News) প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, ভারতের মেসার্স এস পাত্তাভি আগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড থেকে এই চাল কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে, ৪২৯.৫৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫০০ ডলারের সমান। এর আগেও বাংলাদেশ খাদ্য মন্ত্রকের আবেদনে প্রায় ৫০ হাজার মেট্রিক টন চাল ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে রফতানি করা হয়েছিলো।

জানা গিয়েছে, বাংলাদেশ উপদেষ্টা পরিষদ কমিটির তরফে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ভারত থেকে চাল কেনার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই প্রথম নয়, বাংলাদেশ সরকারের তরফে এর আগেও পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া থেকেও চাল কিনেছিল বাংলাদেশ (Bangladesh)।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে

Share this article
click me!

Latest Videos

দিল্লি বিধানসভায় রেখা গুপ্তার এই মন্তব্যের পরেই 'মোদী-মোদী' স্লোগান! কেন? দেখুন | Rekha Gupta
বেলগাছিয়ার ঘটনায় মমতা ও ফিরহাদকে একযোগে আক্রমণ শুভঙ্কর সরকারের, দেখুন কী বলছেন তিনি
আরও বিপাকে তৃণমূল নেত্রী পম্পা পাল, তাঁর নামেই একই সঙ্গে এসসি ও ওবিসি সার্টিফিকেট, হাইকোর্টে বিজেপি
ভারতে ঢুকে ভারতকে অপমান! ভারত থেকে তাড়ানো হল বাংলাদেশি ব্যক্তিকে | Bangladeshi | Cooch Behar News
'শুভেন্দু মার খেলে ভালো হত, নাটক করছে' কল্যাণ ও হুমায়ূনের মন্তব্যের জবাব Suvendu Adhikari'র