সম্প্রতি একটি অনুষ্ঠানে গান গাওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচুর টাকা নিয়েছিলেন নোবেল। কিন্তু টাকা নিয়েও তিনি ওই অনুষ্ঠানে গাইতে যাননি বলে বলে অভিযোগ ওঠে।
গায়ক মইনুল এহসান নোবেলকে শনিবার গ্রেফতার করেছে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্প্রতি একটি অনুষ্ঠানে গান গাওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রচুর টাকা নিয়েছিলেন নোবেল। কিন্তু, টাকা নিয়েও তিনি ওই অনুষ্ঠানে গাইতে যাননি বলে অভিযোগ ওঠে। এই মর্মে বাংলাদেশের ঢাকা শহরের মতিঝিল থানায় অভিযোগ দায়ের করেন ওই অনুষ্ঠানের উদ্যোক্তারা।
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে যে, দিন চারেক আগে মতিঝিল থানায় গায়ক নোবেলের বিরুদ্ধে জালিয়াতি করার অভিযোগ দায়ের হয়। এর পরেই তাঁকে পাকড়াও করার উদ্যোগ নেয় ঢাকার পুলিশ বিভাগ। শনিবার, ঢাকা পুলিশের লালবাগ বিভাগের গোয়েন্দা শাখার অভিযানে ভারতের সা-রে-গা-মা-পা অনুষ্ঠানের এই এককালীন বিশিষ্ট নামজাদা অংশগ্রহণকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।