ভারতের তেরঙ্গায় পা রেখে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ, বাংলাদেশে ভারতের অবমাননার ঘটনায় মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

Published : Nov 30, 2024, 01:05 PM IST
Bangladesh

সংক্ষিপ্ত

বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ে ভারতীয় জাতীয় পতাকার উপর পা রাখার ছবি ভাইরাল হওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। মুখ খুললেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

বাংলাদেশের বিশিষ্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভারতীয় জাতীয় পতাকার ওপর পা রাখা ছবি ভাইরাল হয়েছে। বিশ্ব বিদ্যালয়ের প্রবেশ স্থলে এমন ভাবে ভারতের পতাকা রাখা হয়েছে, যাতে পা না রেখে কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। এমন ঘটনা যে ইচ্ছাকৃত তা বলার আপেক্ষা রাখে না। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন সকলে।  

ঘটনায় সারা বিশ্বজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করার কারণে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ফের উত্তপ্ত বাংলাদেশ। এই ঘটনাটি সমালোচনার ঝড় তুলেছে। ভারত জুড়ে জন্ম হয়েছে ক্ষোভের। সকলেই এই ঘটনার নিন্দা করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে বাংলা দেশের ছবি। যা নজর কেড়েছে সকলের। 

সদ্য এই নিয়ে মন্তব্য করলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জোর দিয়ে বলেছেন, সংখ্যালঘু এবং নাগরিকদের রক্ষা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। তিনি বলেন, সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের জীবন ও স্বাধীনতার সুরক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের ওপর বর্তায়। ঢাকায় ভারতীয় হাইকমিশন সে দেশের সংখ্যালঘুদের সঙ্গে সম্পর্কিত পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলেছে।

তিনি বলেন, বিষয়টিতে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে।আমরা চরমপন্থী বক্তব্যের বৃদ্ধি, সহিংসতা এবং উষ্কানির ঘটনা বৃদ্ধিতে উদ্বিগ্ন সকলে। এই ঘটনাগুলোকে শুধমাত্র মিডিয়ার অতিরঞ্জন বলে উড়িয়ে দেওয়া যাবে না। তিনি বাংলাদেশকে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য সমস্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এমনই জানান এস জয়শঙ্কর। তাঁর বক্তব্য নজর কেড়েছে সারা বিশ্বের। 

 

PREV
click me!

Recommended Stories

কেমন আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া? শুরু বিদেশ নিয়ে যাওয়ার তোড়জোড়
গুরুতর অসুস্থ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভর্তি রয়েছেন ঢাকার হাসপাতালে