বিদ্বেষ এবং মৌলবাদ! ভারতের বিরুদ্ধে ‘খিলাফত’ তৈরির ষড়যন্ত্র করছে জঙ্গি সংগঠন হিজবুত তাহরি

ক্রমশই যেন মৌলবাদের আঁতুড়ঘর হয়ে উঠছে বাংলাদেশ। 

ক্রমশই যেন মৌলবাদের আঁতুড়ঘর হয়ে উঠছে বাংলাদেশ। একদিকে ভারত বিদ্বেষ এবং অন্যদিকে মৌলবাদকে হাতিয়ার করেই নয়া হিংসার বীজ বপন করছে বাংলাদেশ।

মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের শাসনকালেই যেন তার ভিত্তি প্রস্তুত হল। কেন? কারণ, বিশ্বের একাধিক দেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরি এবার মাথাচাড়া দিয়ে উঠল ওপার বাংলায়। ভারতজুড়ে ‘খিলাফত’ তৈরি করার ডাক দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকায় লিফলেট বিলি শুরু করল হিজবুত তাহরি। যেখানে পরিষ্কার ভারত বিদ্বেষ এবং হিন্দুদের বিরুদ্ধে জিহাদের বার্তা দেওয়া হয়েছে।

Latest Videos

সেই প্রচার লিফলেটে হিজবুত তাহরি দাবি করেছে, তাদের সংগঠনের মধ্যে থেকে মুসলিম ঐক্য তৈরি করতে হবে। এমনকি, ভারতকে চরম শত্রু হিসেবে বর্ণনা করে দুই পাতার এই লিফলেটে বলা হয়েছে যে, দক্ষিণ এশিয়ায় ‘খিলাফত’ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবে বাংলাদেশ।

আরবি ভাষায় ‘খিলাফত’ শব্দের অর্থ হল, বিস্তীর্ণ এলাকা জুড়ে শরিয়ত শাসন। অন্যদিকে, জঙ্গি সংগঠন আইএসআই-এর সঙ্গে সরাসরি যোগসূত্র রয়েছে এই নিষিদ্ধ গোষ্ঠীর। স্বভাবতই, বাংলাদেশের মাটিতে যেভাবে দিন দিন সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, তা নিয়ে রীতিমতো চিন্তা বাড়ছে ভারতের।

প্রসঙ্গত, হাসিনার আমলে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল এই সংগঠনকে। শুধু বাংলাদেশ নয়, চিন, রাশিয়া, পাকিস্তান, জার্মানি, তুরস্ক এবং ইন্দোনেশিয়া সহ একাধিক দেশে নিষিদ্ধ করা হয় এই সন্ত্রাসবাদী সংগঠনকে। এমনকি, চলতি বছরের জুন মাসে এই সংগঠনের দুই সদস্যকে গ্রেফতারও করে এনআইএ। এহেন ভয়ংকর এক জঙ্গি সংগঠনকে এবার বেড়ে ওঠার রাস্তা করে দিচ্ছে ইউনুস সরকার। কিন্তু ভারতও তৈরি আছে সন্ত্রাসবাদকে মোকাবিলা করার জন্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

বড় সাজা! নাকি...আজ সঞ্জয়ের কথা শুনবেন বিচারক, উঠে আসতে পারে চাঞ্চল্যকর কিছু? | RG Kar News Today
দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড সাজা দিলেন বিচারক | RG Kar case verdict today | Sanjay Roy
'ছেলেকে শুধু ডাক্তার-ইঞ্জিনিয়ার বানালেই হবে না, কট্টর হিন্দু তৈরি করুন' | Sukanta Majumdar | News
Suvendu Adhikari : ভিনরাজ্যে আলু পাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
Rashifal Today : সোমবার সারাদিন কেমন কাটবে আপনার! দেখুন আজকের রাশিফল