কাক-এ গরিলাভ্রম, ভাইরাল ভিডিও দেখে বিভ্রান্ত নেটিজেনরা

  • প্রাণীটি আদতে কাক না গরিলা
  • তাকে দেখে হতবাক নেটিজেনরা 
  • তাঁর ভিডিও রাচারাতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Indrani Mukherjee | Published : Jul 2, 2019 7:39 AM IST

সোশ্যাল মিডিয়ার জেরে এমন  অনেককিছুই দেখতে পাওয়ার সুযোগ মেলে যা দেখতে রীতিমতো হতবাক হয়ে যেতে হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক প্রাণীকে দেখা গিয়েছে, যাকে দেখলে আদতে বোঝাই মুশকিল যে প্রাণীটি আদতে কী।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখানো জায়গাটি সম্ভবত একটি শপিং মল। আর সেখানই বসে রয়েছে গরিলার মতো দেখতে একটি অদ্ভুত প্রাণী। অদ্ভুত কারণ, প্রাণীটি গরিলার মতো দেখতে হলেও এর মুখটি একেবারে কাকের মতো। আর সেইকারণেই জাপানের এক ব্যক্তির শেয়ার করা এই ভিডিওটি রাতারাতি বিষয়টি নজরে আসে নেটিজেনদের। পরে জানা যায় প্রাণীটি একটি কাক। কোনও অজানা জাদুবলে সে গরিলার মতো হাবভাব করছে মাত্র। প্রথমে ওই কাকের কান্ডকারখানা দেখতে তাকে এক ঝলকে গরিলা বলে মনে হবে আপনারও। 

Latest Videos

 

আর এই একই ভ্রম হয়েছে জাপানের ওই ব্যক্তিরও। তাঁর কথায় এক ঝলক দেখে তিনি ভেবেছিলেন এমন একটি জনবহুল এলাকায় গরিলা এল কীভাবে। পরি তিনি আবিষ্কার করেন, যে সেটি একটি কাক। আর গরিলার মতো পোজ দিচ্ছে মাত্র। আর সেই কারণেই বিষয়টি তিনি ভিডিও করে ছড়িয়ে দেন নেট দুনিয়ায়। তেমনই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। 
 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল