কাক-এ গরিলাভ্রম, ভাইরাল ভিডিও দেখে বিভ্রান্ত নেটিজেনরা

Indrani Mukherjee |  
Published : Jul 02, 2019, 01:09 PM IST
কাক-এ গরিলাভ্রম, ভাইরাল ভিডিও দেখে বিভ্রান্ত নেটিজেনরা

সংক্ষিপ্ত

প্রাণীটি আদতে কাক না গরিলা তাকে দেখে হতবাক নেটিজেনরা  তাঁর ভিডিও রাচারাতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সোশ্যাল মিডিয়ার জেরে এমন  অনেককিছুই দেখতে পাওয়ার সুযোগ মেলে যা দেখতে রীতিমতো হতবাক হয়ে যেতে হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই এক প্রাণীকে দেখা গিয়েছে, যাকে দেখলে আদতে বোঝাই মুশকিল যে প্রাণীটি আদতে কী।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখানো জায়গাটি সম্ভবত একটি শপিং মল। আর সেখানই বসে রয়েছে গরিলার মতো দেখতে একটি অদ্ভুত প্রাণী। অদ্ভুত কারণ, প্রাণীটি গরিলার মতো দেখতে হলেও এর মুখটি একেবারে কাকের মতো। আর সেইকারণেই জাপানের এক ব্যক্তির শেয়ার করা এই ভিডিওটি রাতারাতি বিষয়টি নজরে আসে নেটিজেনদের। পরে জানা যায় প্রাণীটি একটি কাক। কোনও অজানা জাদুবলে সে গরিলার মতো হাবভাব করছে মাত্র। প্রথমে ওই কাকের কান্ডকারখানা দেখতে তাকে এক ঝলকে গরিলা বলে মনে হবে আপনারও। 

 

আর এই একই ভ্রম হয়েছে জাপানের ওই ব্যক্তিরও। তাঁর কথায় এক ঝলক দেখে তিনি ভেবেছিলেন এমন একটি জনবহুল এলাকায় গরিলা এল কীভাবে। পরি তিনি আবিষ্কার করেন, যে সেটি একটি কাক। আর গরিলার মতো পোজ দিচ্ছে মাত্র। আর সেই কারণেই বিষয়টি তিনি ভিডিও করে ছড়িয়ে দেন নেট দুনিয়ায়। তেমনই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও। 
 

PREV
click me!

Recommended Stories

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত শ্রীলঙ্কায় বাড়ছে মৃতের সংখ্যা, নতুন করে ভূমিধসের সতর্কতা জারি
ঘূর্ণিঝড় দিতওয়া: শ্রীলঙ্কায় হাজার অসুস্থের চিকিৎসায় ভারতীয় সেনা, চলছে সেতু নির্মাণ