অ্যামাজন নিয়ে রাষ্ট্রসংঘে প্রবল চাপ, মুখরক্ষায় আটক ৬৩, জরিমানা ৮৭ লক্ষ ডলার

  • রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে চলছে জলবায়ু সম্মেলন
  • সেখানে অ্যামাজন নিয়ে অস্বস্তিতে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট
    মুখ রক্ষা করতে এদিন ৬৩ জনকে গ্রেফতার করা হল
  • রিমানা করা হয়েছে ৮৭ লক্ষ টাকার

 

রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে চলছে জলবায়ু সম্মেলন। আর সেখানে গিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। বিশ্বের ফুসফুস হিসেবে পরিচিত অ্যামাজন অরণ্য দীর্ঘদিন ধরে জলতে থাকলেও তিনি তার মোকাবিলায় প্রায় কোনও ব্যবস্থাই  নেননি। এই অবস্থায মুখ রক্ষা করতে এই ভয়াবহ কান্ডে মঙ্গলবার ৬৩ জনকে গ্রেফতার করা হল।

এদিন ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী আজেভেদো ই সিলভা জানান, অ্যামাজন দহনের দায়ে ৬৩ জনকে গ্রেফতারের পাশাপাশি ৮৭ লক্ষ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন ইতিমধ্যে স্থলে ৫৭১টি ও আকাশপথে ২৫০টি অভিযান চালিয়েছে ব্রাজিল সেনাবাহিনী। গত অগাস্ট মাসে বিশ্বজূড়ে সমালোচনার মুখে পড়ে ব্রাজিলের প্রেসিডেন্ট সেনাবাহিনীকে পাঠান আগুন নিয়ন্ত্রণে।  

Latest Videos

আজেভেদো আরও জানিয়েছেন তাঁদের মহাকাশচর্চা কেন্দ্রর রিপোর্ট অনুযায়ী চলতি বছরের অগাস্টে অ্যামাজন এলাকায় ৩০,৯০১টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত বছর একই সময়ে ১০,৪২১টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। তবে সেপ্টেম্বরে অনেকটাই সামাল দেওয়া গিয়েছে বলে দাবি তাঁর। সেপ্টেম্বরে গড়ে ৩৩,৪২৬ টি মতো অগ্নিকান্ড ঘটে অ্যামাজনে। কিন্তু এই বছর সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে, ১৭,০৯৫।

 

Share this article
click me!

Latest Videos

ফের গায়েব ট্যাবের টাকা! ক্ষুব্ধ বেগমপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা | Bengal Tab Scam | Hooghly News
'ভাইপোকে উপড়ে ফেলবো' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | BJP | TMC
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযানে এ কী উদ্ধার করলো পুলিশ! চাঞ্চল্য ভাঙড়ে | South 24 Parganas News Today
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M