মণিবের এনগেজমেন্ট রিং খেয়ে এক্স-রে টেবিলে পোষ্য, নেটদুনিয়ায় খবর ঘিরে হইচই

  • বাড়ির পোষ্য়র খাওয়া নিয়ে সবসময়ে খোঁজ রাখতেন মণিব
  • সেই পোষ্য়ই কিনা খেয়ে ফেলল মণিবের এনগেজমেন্ট রিং
  • হাসপাতালে নিয়ে যাওয়া হল তাকে
  • বমি করার ওষুধ দিয়ে বার করা হল সেই রিং

তার খাওয়া নিয়ে চিন্তায় ঘুম হয় না মণিবেরকখন কী খেতে চায় সে, সব সময়ে সেদিকে খোঁজ রাখে মণিবঅথচ, সেই পোষ্য়ই কিনা মণিবের বিয়ের এনগেজমেন্ট রিং গিলে খেয়ে নিল!

 

Latest Videos

পোষ্য়ের নাম পেপার সম্প্রতি এই পেপারই নেট দুনিয়ায় ভাইরাল দক্ষিণ আফ্রিকার এই ঘটনা লোকে রীতিমতো উপভোগ করছে এখন

 

জানা গিয়েছে, দুর্ঘটনাবশত তার মণিবের এনগেজমেন্ট রিং গিলে ফেলেছিল পেপার এই ঘটনা জানাজানি হওয়ার পর তাকে  ভর্তি করা হয় ভ্য়ালি ফার্ম অ্য়ানিম্য়ালেএকটি ছবিও শেয়ার করা হয় তখন-- মাই নেম ইজ পেপারডু আই লুক লাইক নসিয়াস? দ্য়াট ইজ বিকজ দ্য় ভেট হ্য়াজ জাস্ট গিভেন মি সামথিং টু মেক মি ভমিটনট বিকজ দ্য়্ ভেট ইজ আ মিনি বাটড বিকজ আই এট মাই মমস এনগেজমেন্ট রিংঅর্থাৎ-- আমার নাম মেনিআমাকে কি বিশ্রি দেখতে লাগছে? কারণ, আমার ডাক্তার আমাকে কিছু একটা খেতে দিয়েছে যাতে করে আমি বমি করিঅবশ্য় আমার ডাক্তার খারাপ মনের লোক ননতিনি চাইছেন আমি যাতে বমি করি, কারণ  আমার মায়ের এনগেজমেন্ট রিং খেয়ে নিয়েছি!

ওই ছবির নিচে রয়েছে এমনই এক মজাদার ক্য়াপশন ওই ক্য়াপশনের তলায় আরও লেখা রয়েছে--  কেন আমি এমন কাজ করেছি তা জিজ্ঞেস করো নাতখন ব্য়াপারটা আমার কাছে দারুণ বলে মনে হয়েছিল

এরপর, হাসপাতাল কর্তৃপক্ষ একটি এক্স-রে রিপোর্টের ছবিও প্রকাশ করেযাতে স্পষ্ট দেখা যায়, বেলির পেটের ভেতর রয়েছে একটা রিং

পশু চিকিৎসকরা অবশেষে ওষুধ খাইয়ে পেপারের পেট থেকে রিংটি বার করতে সক্ষম হন তাঁদের দেওয়া ওষুধে পেপার বমি করে আর সেই বমির সঙ্গেই বেরিয়ে আসে এনগেজমেন্ট রিং

Share this article
click me!

Latest Videos

Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
জগদ্দলে গুলি ও বোমাবাজি, তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক-কে দায়ী করলেন অর্জুন সিং | Arjun Singh
চরম উত্তেজনা মাদারিহাটে, বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে হামলা তৃণমূল সমর্থকদের
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন