প্রবল ভুমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামি নিয়ে কী বার্তা পাওয়া গেল

Indrani Mukherjee |  
Published : Jun 24, 2019, 11:09 AM IST
প্রবল ভুমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামি নিয়ে কী বার্তা পাওয়া গেল

সংক্ষিপ্ত

প্রবল ভুমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫ সোমবার বান্দা সাগরের নিকটবর্তী একটি প্রত্যন্ত গ্রামে অনুভূত হয়ছে এই ভূকম্পন

আবার জোড়াল ভুমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সূত্রের খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। সোমবার সকালে বান্দা সাগরের নিকটবর্তী একটি প্রত্যন্ত গ্রামে অনুভূত হয়ছে এই ভূকম্পন। 

মার্কিন জিওলজিকাল সার্ভের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল মাত্রায় এই ভূকম্পন  অনুভূত হলেও এখনই ভূমিকম্পের কোনও সম্ভাবনা নেই। মার্কিন জিওলজিকাল সার্ভের পক্ষ থেকে আরও জানা গিয়েছে যে, এদিন ভুমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৩৬ মাইল গভীরে। যদিও ভূকম্পের দেরে এখনও কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। 

এই প্রসঙ্গে হাওয়াই-এর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র-এর পক্ষ থেকে জানা গিয়েছে, এই ভূকম্পের জেরে সুনামি সম্ভাবনা একেবারেই ছিল না। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা ৭.২ ছিল বলে জানিয়েছে তারা। 

PREV
click me!

Recommended Stories

ইউক্রেনের শক্তি গ্রিডে রাশিয়ার ভয়াবহ হামলা; জেলেনস্কির কূটনীতির আহ্বান
সিডনির বন্ডি বিচে বন্দুকবাজের হামলা নিহত ১০, নিরস্ত্র মানুষদের হত্যা করার ভিডিও ভাইরাল