'পাঁজরে দাঁড়ের শব্দ', অতীত আর ভবিষ্য়তের মাঝে দাঁড়িয়ে সে খুঁজে চলেছে তার জীবনকে

  • ১৩ বছরের জ্য়াক আজ মারণরোগে আক্রান্ত
  • সে খুঁজে চলেছে খেলেবেড়ানো জীবনকে
  • সেই জীবন হল তার হারিয়ে যাওয়া পোষ্য় জেনা
  • জ্য়াক যখন হাসপাতালে ছিল, জেনা হারিয়ে গিয়েছে

Sabuj Calcutta | Published : Jan 15, 2020 5:38 AM IST

১৩ বছরের ছেলেটার পাঁজরে ক্য়ানসার একেবারে গ্রেড ফোর অ্য়াডভান্সড স্টেজ  আর ঠিক এই অবস্থায় সে হারিয়ে ফেলেছে তার বন্ধু জেনাকেজেনের সঙ্গে তার যখন পরিচয়, তখন মারণরোগ তাকে গ্রাস করেনিজেনাকে সে এখন খুঁজে চলেছেখুঁজেই চলেছেজেনাকে খুঁজে না-পেলে মৃত্য়ুই  তার কাছে শ্রেয়কারণ জেনাই তার হারিয়ে যাওয়া জীবন যে জীবনে ছিল না কর্কটের গ্রাস ছিল না কেমোথেরাপি  আর রেডিয়োলজির দাপাদাপি  যে জীবন ছিল খেলে বেড়ানোর জীবনযে জীবন ফুরফুরে হাওয়ায় ভেসে যাওয়ার জীবনতাই সেই জীবনকেই সে ফিরে পেতে চায়তাই জেনাকে সে খুঁজছেখুঁজেই চলেছে 

ছেলেটির নাম জ্য়াক মার্টিনআর জেন হল  তার ২ বছরের কুনহাউন্ড রোডেশিয়ান কুকুরঘুম থেকে উঠে সকাল বেলায় আলোয় জেনাকে জড়িয়ে শুয়ে থাকত জ্য়াকআর দিনান্তবেলার আবছা অন্তিম আলোয় তার সঙ্গে খেলতভারি ন্য়াওটা ছিল কুকুরটাকিন্তু হঠাৎ করেই সব কীরকম এলোমেলো হয়ে গেলগেল বছরের অক্টোবর মাসে জ্য়াকের ক্য়ানসার ধরা পড়ল তা-ও একেবারে শেষ পর্যায়ের ডাক্তারি পরিভাষায় যাকে বলে স্টেজ-ফোর আর তার পর থেকেই হারিয়ে গেল ছোট্ট জেন তাই ভারি মন খারাপ একে তো পাঁজর ভরতি বিরলতম ক্য়ানসারতার  ওপরে জেনা নেইতার সেই খেলে বেড়ানোর জীবন নেইতবু পাঁজরে দাঁড়ের শব্দ নিয়ে সে তার হারিয়ে যাওয়া জীবনকে খুঁজে বেড়ায় জেনাই তো তার সেই হারিয়ে যাওয়া জীবন তাই জেনাকে খুঁজে  পেতে সোশাল সাইটে সে আবেদন রেখেছে তার সহনাগরিকদের কাছেশিকাগোর এই ঘটনাটি খানিক নাড়িয়ে দিয়েছে নেটিজেনদের

জানুয়ারি ৪ তারিখ থেকে হারিয়ে গিয়েছে জেনা, বারিংটনের ওল্ড পেনি রোড থেকে আর তারপর থেকেই জ্য়াকের মা-বাবা তন্নতন্ন করে খুঁজে চলেছে জেনাকে জ্য়াক যখন হাসপাতালে ভরতি ছিল এই মাসের গোড়ার দিকে, তখনই হারিয়ে যায় জেনা খবর পেয়ে মন খারাপ হয়ে যায় জ্য়াকের খোঁজাখুঁজি শুরু হয় জেন যেন  তার হারিয়ে যাওয়া হাসিখুসি জীবনের প্রতীক তাই বাঁচতে গেলে ডাক্তারবদ্য়ির চেয়ে দরকারি হল  জেনাকে খুঁজে পাওয়া

যদি জেনার খোঁজ পান অবশ্য়ই জানাবেন কিন্তু রবি ঠাকুরের অমলের মতোই সে কিন্তু জানলার দিকে তাকিয়ে চেয়ে রয়েছে আপনার দিকে আর বলতে চাইছে, 'আমার অতীত নেই, ভবিষ্য়ৎ ও নেই কোনোখানে'

 

 

Share this article
click me!