সাংবাদিক সম্মেলনেই কাঁচা মাছে কামড় দিলেন প্রাক্তন মন্ত্রী, ভাইরাল হল সেই ভিডিও

  • সাংবাদিক বৈঠকে বসেই মাছে কামড় প্রাক্তন মন্ত্রীর 
  • মাছ বিক্রি বাড়াতে উদ্যোগ নিয়েছেন তিনি 
  • শ্রীলঙ্কায় মাছের বাজারে মন্দা 
  • করোনা আতঙ্ক কাটিয়ে মাছ বিক্রিতে জোর 

সাংবাদিক সম্মেলনে বসে কাঁচা মাছ চিবিয়ে খেলেন শ্রী লঙ্কার প্রাক্তন মন্ত্রী দিলীপ ওয়েদারাচ্চি। করোনাভাইরাসের সংক্রমণের কারণে সামুদ্রিক খাবারের বিক্রয় অনেকটাই কমে গেছে এই দেশে। সামুদ্রিক খাবারের বিক্রি বাড়াতেই তিনি প্রকাশ্যে কাঁচা মাছ খেয়েছেন। চলতি বছর অক্টোবরে শ্রীলঙ্কার কলম্বোর সেন্ট্রাল ফিস মার্কেট এলাকা ছিল করোনাভাইরাসের একটি অন্যতম হচস্পট। সেই কারণে তারপর মাছের বিক্রি ধীরে ধীরে কমছিল। বর্তমানে তা তলানিতে এসে ঠেকেছে। 


গত ১৭ নভেম্বর শ্রীলঙ্কার প্রাক্তন মন্ত্রী মাছের বিক্রি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি ঝুলি থেকে একটি কাঁচা মাছ বার করে তাতে কামড় দেন। তারপরেই সকল মানুষের কাছে মাছ খাবার আহ্বান জানান। তিনি বলেন মাছ খেলে করোনাভাইরাসের সংক্রমণ ঘটবে না। পাশাপাশি তিনি বলেন, এদেশের মানুষ প্রায় মাছ খাওয়া বন্ধ করে দিয়েছেন। তাতে রীতিমত ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৎসজীবীরা। তাই তিনি কাঁচা মাছে কামড় দিয়ে বলেন, ভয় না পেয়ে মাছ খান। দিলীপ ওয়েদারাচ্চি শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ। সংসদের সদস্য। ২০১৯ সাল পর্যন্ত তিনি ছিলেন মৎসমন্ত্রী। 

Latest Videos

 

কলম্বোর মাছ বাজার ছিল ছিল শ্রীলঙ্কার করোনার হটস্টপ। সেখান থেকেই গোটা দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছ সেই কারণেই মাছে আতঙ্ক স্থানীয়দের। স্থানীয়রা মাছ কেনা ও খাওয়া বন্ধ করে দিয়েছে। প্রতিদিন নষ্ট হচ্ছে হাজার হাজার মাছ। শ্রীলঙ্কায় করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজারের বেশি। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari