বেইরুটে ভয়াবহ বিস্ফোরণে হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা, আহত ৪০০০ হাজারেরও বেশি

  • লেবাননের রাজধানী বেইরুটে এখন বিশ্বের ফোকাসে
  • মঙ্গলবার সন্ধ্যায় সেখানে ভয়াবহ বিস্ফোরণ হয়
  • এরপর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে প্রতিক্রিয়া 
  • ২৪০ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয় 

Asianet News Bangla | Published : Aug 5, 2020 1:50 AM IST / Updated: Aug 05 2020, 07:43 AM IST

বেইরুটে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৮ জনের মৃত্যুর খবর রয়েছে। আহত-র সংখ্যাও ৪০০০ হাজার। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান এই কথা জানিয়েছে। তবে, সূত্রের খবর, মৃতের সংখ্যা আরও বাড়ছে। জখম ৪০০০-একও বেশি মানুষ। বিস্ফোরণস্থলে সমস্তকিছু এক্কেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। পড়ে রয়েছে গুটিকতক ধ্বংসাবশেষের চিহ্ন। বিস্ফোরণস্থলের লাগোয়া এলাকার সমস্তকিছুই ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনায় বহু মানুষের এখনও কোনও খোঁজ নেই। বেইরুট পুলিশ এই নিখোঁজদের তালিকাও তৈরি করছে বলে জানা গিয়েছে। 

মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ এবং লেবানের স্থানীয় সময় অনুযায়ী সন্ধে ৬টা নাগাদ বেইরুটের বন্দর এলাকায় এই ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণে সরাসরি প্রভাবিত হয়েছে ঘটনাস্থলের লাগায়ো অন্তত ১০ থেকে ১২ কিলোমিটার এলাকা। এমনকী বিস্ফোরণস্থল থেকে ২৪০ কিলোমিটার দূরেও বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয়েছে। বেইরুটের বন্দর এলাকায় যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে অন্তত ১০ থেকে ১২ কিলোমিটার এলাকা পুরো কালো ছাই এবং ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। চারিদিকে পুড়ে যাওয়া গাড়ি পড়ে রয়েছে। এমনকী বেশকিছু বহুতল বিস্ফোরণে তৈরি হওয়া আগুন ঝলকে পুরো পুরো গিয়ে কালো হয়ে গিয়েছে। অসংখ্য বাড়ি ঘরের সিলিং খুলে পড়ে গিয়েছে। ভেঙে গুড়িয়ে গিয়েছে কাঁচের জানলার প্যানেল। এমনকী, বহু বাড়িতে ঘরে থাকা আসবাবপত্রও ক্ষতিগ্রস্থ হয়েছে। 

আরও পড়ুন- তীব্র জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল বেইরুট, বহু মানুষের হতাহতের শঙ্কা, দেখুন ভয়াবহ ভিডিও 

 

 

 

Share this article
click me!