চরম লজ্জা, প্রতারণা ও জালিয়াতি মামলায় সাত বছরের জেল মহাত্মা গান্ধীর প্রপৌত্রীর

Published : Jun 08, 2021, 09:54 AM ISTUpdated : Jun 08, 2021, 11:41 AM IST
চরম লজ্জা, প্রতারণা ও জালিয়াতি মামলায় সাত বছরের জেল মহাত্মা গান্ধীর প্রপৌত্রীর

সংক্ষিপ্ত

মহাত্মা গান্ধীর প্রপৌত্রীর কারাদন্ডের আদেশ প্রতারণা ও জালিয়াতির মামলায় সাত বছরের জেল ষাট লক্ষ টাকার আর্থিক প্রতারণা ও জালিয়াতির অভিযোগ দক্ষিণ আফ্রিকার ডারবানের এক আদালতে সাজার ঘোষণা

দেশের জন্য চরম লজ্জার খবর। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রপৌত্রীর কারাদন্ডের আদেশ দিল আদালত। প্রতারণা ও জালিয়াতির মামলায় নাম জড়িয়ে সাত বছরের জন্য শ্রীঘরে থাকতে হবে ৫৬ বছর বয়েসী ওই মহিলাকে। তার বিরুদ্ধে ষাট লক্ষ টাকার প্রতারণা ও জালিয়াতি মামলা করা হয়। দক্ষিণ আফ্রিকার ডারবানের এক আদালত এই মামলায় ওই মহিলার সাত বছরের কারাদন্ডের নির্দেশ দেয়।

আরও পড়ুন - আকাশ কালো করে নামবে ঝেঁপে বৃষ্টি, বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে

সোমবার আশিস লতা রামগোবিন্দ নামের ওই মহিলার সাজা শোনায় ডারবান আদালত। এস আর মহারাজ নামে এক ব্যবসায়ীর কাছে থেকে ৬.২ মিলিয়ন অর্থ নেয়। ভারত থেকে মাল রফতানির নামে ওই টাকা নেয় রামগোবিন। অথচ কোনও দ্রব্য রফতানি করা হয়নি বলে অভিযোগ। উল্লেখ্য লতা রামগোবিন্দ মানবাধিকার কর্মী এলা গান্ধী ও প্রয়াত মেওয়া রামগোবিন্দের কন্যা। তাকে সাজার আদেশ শোনায় ডারবান স্পেশালাইজড কমার্শিয়াল ক্রাইম কোর্ট। 

উল্লেখ্য এই মামলার শুরু হয় ২০১৫ সালে। তখন প্রাথমিক শুনানির পর স্থানীয় মুদ্রায় ৫০ হাজার টাকার বিনিময়ে জামিন পান লতা রামগোবিন্দ। সোমবার ফের মামলার শুনানি হয়। সেখানে সব তথ্য প্রমাণই লতার বিরুদ্ধে পেশ করা হয়। আদালতকে জানানো হয় লতা কোনও দ্রব্যই ভারত থেকে রফতানি করেননি, যার জন্য বিপুল পরিমাণ অর্থ তিনি নিয়েছিলেন।

আরও পড়ুন - শুভেন্দু-অভিষেক বিতর্ক চরমে, কথার ঝাঁঝে উত্তাপ চড়ছে রাজ্যে, দুজনের বিতর্কিত মন্তব্য দেখুন এক ক্লিকে

ভারত থেকে এস আর মহারাজের কোম্পানি লিনেনর মত কাপড় ও জুতো আমদানি রফতানির কাজ করে। কোম্পানির হয়ে তিনটি কন্টেনারে লিনেন কাপড় রফতানি করেচেন বলে লতা রামগোবিন্দ মহারাজকে জানান। অথচ কোনও দ্রব্যই রফতানি হয়নি বলে অভিযোগ। 

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: India vs South Africa T20 - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে