উত্তর কোরিয়া দূরপাল্লার কৌশলগত জোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। দেশের কৌশলগত পারমাণবিক হামলার সফল প্রদর্শনে আরও একবার সফল হলেন কিম জং উন । বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কেসিএনএ জানিয়েছে, বুধবার সকালে পরমাণু অস্ত্রবহনে ক্ষমতাসম্পন্ন জোড়া ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়া দূরপাল্লার কৌশলগত জোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। দেশের কৌশলগত পারমাণবিক হামলার সফল প্রদর্শনে আরও একবার সফল হলেন কিম জং উন । বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কেসিএনএ জানিয়েছে, বুধবার সকালে পরমাণু অস্ত্রবহনে ক্ষমতাসম্পন্ন জোড়া ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। তাতে সফলও হয়েছে। এই পরীক্ষার মূল উদ্দেশ্যই ছিল কোরিয়ান পিপিলস আর্মিতে আগামী দিনে ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্ত করা। যা উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে আরও সফল করবে। গোটা পরীক্ষা ব্যবস্থাটি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন উত্তর কোরিয়ার একচ্ছত্রনেতা কিম জং উন।
উত্তর কোরিয়া পাশাপাশি দাবি করেছে, তাদের ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মত প্রতিবেশী দেশগুলিকে একটি সতর্কবার্তাও দিয়েছে। কারণ বিশ্ব পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়া আরও শক্তিশালী হয়েছে।
উত্তর কোরিয়া জানিয়েছে, পরমাণু অস্ত্র বহনের ক্ষমতাসম্পন্ন ২ হাডার কিলোমিটার পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। কেসিএনএর দেওয়া তথ্য অনুযায়ী এটি সমুদ্রের ওপর দিয়ে ২ হাজার কিলোমিটার দূরে গিয়ে যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। পরীক্ষা শেষে কিম জং উন বলেছেন,'পরীক্ষাটি শত্রুদের জন্য আরও একটি সুস্পষ্ট সতর্কবাণী।' উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনও গুরুত্বপূর্ণ সামরিক ও যুদ্ধ সংকটকে দৃঢ়়ভাবে মোকাবিলা করার জন্য এই পারমাণবিক অস্ত্র দেশের সেনাবাহিনীকে আরও সাহায্য করবে।
সোমবারই রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, গত দুই সপ্তাহ ধরেই দেশের পারমাণবিক কৌশলগত অনুশীলনের তত্ত্বাবধান করছেন দেশের সর্বাধিনায়ক কিম জং উন। যারমধ্যে রয়েছে একটি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা। এটি দক্ষিণ কোরিয়া আর জাপানের যৌথ সেনা মহড়ার প্রতিবাদ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে। এটি জাপানের দিকে তাক করে উৎক্ষেপণ করা হয়েছিল। সম্প্রতি জাপান ও মার্কিন সেনার সঙ্গে মহড় কর্মসূচি চালিয়েছিল দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া এবার দেশের অস্ত্র পরীক্ষার বিষয়ে নিয়মিত রিপোর্ট করছে। কিন্তু কয়েক মাস আগেও তারা সেগুলি বন্ধ করে দিয়েছিল। বিশ্লেষকদের অভিমত, উত্তর কোরিয়ার এই প্রচারকে যেমন বিশ্বাস করা যায় না, তেমনই আবার উপেক্ষা করাও যায় ন। উত্তর কোরিয়ার ক্রুজ মিসাইল বিমান বাহিনী ও কৌশলগত পারমাণবিক ডিভাইসগুলিকে অনেকটাই এগিয়ে দেয়। তবে উত্তর কোরিয়ার সাম্প্রতিক অস্ত্রপরীক্ষাকে গুরুত্ব না দেওয়া ভুল। কারণ উত্তর কোরিয়ার এই অস্ত্র পরীক্ষা এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ।
সিন্ধু প্রদেশে ১৫ বছরের হিন্দু মেয়েকে অপহরণ, পাকিস্তানে ১৫ দিনের মধ্যে চতুর্থ ঘটনা
প্রথম নরবলি কাজ করেনি, সেই কারণে দ্বিতীয়বার বলি- তদন্ত নেমে হাড়হিম করা তথ্য কেরল পুলিশের হাতে
টালিগঞ্জের প্রোডাকশন হাউসের গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন