খারকিভেই সর্বাধিক হামলা চালাচ্ছে রুশ সেনা। কীভাবে খারকিভ থেকে ভারতীয়দের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া যায়, সে প্রসঙ্গে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে বলে খবর।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ফের টেলিফোনে কথা (spoke on phone) বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ইউক্রেনে (Ukraine) এখনও আটকে রয়েছে হাজার হাজার ভারতীয় (Indians)। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে ভারত। নিজেদের উদ্বেগের কথা জানাতে রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেন মোদী। ফোনে পুতিনের কাছ থেকে ভারতীয়দের নিরাপদ স্থানান্তরিতকরণ নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।
মোদী এদিন পুতিনের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি পর্যালোচনা করেন। বিশেষ করে খারকিভে আটকে রয়েছেন একাধিক ভারতীয় পড়ুয়া। তার মধ্যে রুশ সেনার হামলায় এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। খারকিভেই সর্বাধিক হামলা চালাচ্ছে রুশ সেনা। কীভাবে খারকিভ থেকে ভারতীয়দের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া যায়, সে প্রসঙ্গে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে বলে খবর।
এর আগে ২২শে ফেব্রুয়ারি হিংসা বন্ধ করার অনুরোধ করে পুতিনকে ফোন করেছিলেন মোদী। এর পাশাপাশি, প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদীকে ইউক্রেনের সাম্প্রতিক ঘটনাবলী (Russia-Ukraine tensions) সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে রাশিয়া এবং ন্যাটো গ্রুপের মধ্যে মতপার্থক্য কেবল আন্তরিক আলোচনার মাধ্যমেই সমাধান করা যেতে পারে।
এরই সঙ্গে প্রধানমন্ত্রী মোদী দ্রুত যুদ্ধ বন্ধের আবেদন জানান এবং কূটনৈতিক আলোচনা ও বৈঠকের রাস্তায় ফিরে আসার জন্য আহ্বান জানান। প্রধানমন্ত্রী ইউক্রেনে ভারতীয় নাগরিকদের, বিশেষ করে ছাত্রদের নিরাপত্তার বিষয়ে ভারতের উদ্বেগের বিষয়ে রাশিয়ান প্রেসিডেন্টকে জানান। নয়াদিল্লির পক্ষ থেকে এদিন ভারতীয় পড়ুয়াদের নিরাপদ প্রত্যাবর্তনের আহ্বান জানানো হয়।
দুই রাষ্ট্রনেতা একমত হন যে তাদের আধিকারিক প্রাসঙ্গিক স্বার্থের বিষয়ে নিয়মিত যোগাযোগ বজায় রাখবে। ইউক্রেনে প্রায় ২০ হাজার ভারতীয় থাকেন। তাঁদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। গত কয়েকদিনে তাঁদের ফিরিয়ে আনা হচ্ছিল। ইতিমধ্যেই একাধিক বিমানে করে বেশ কিছু ভারতীয়কে সেখান থেকে দেশে ফেরানো হয়েছে।
ইউক্রেনের আকাশপথ বন্ধ করে দেওয়ার ফলে সেখানে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের নিয়ে রীতিমত সমস্যায় পড়েছে নয়াদিল্লি। ইউক্রেন থেকে ভারতীয়দের নিয়ে আসার জন্য এবার হাঙ্গেরি দূতাবাসের সাহায্য নিচ্ছে ভারত। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে হাঙ্গেরির ভারতীয় দূতাবাস থেকে একটি দল জোহানির বর্ডার আউটপোস্টে পাঠানো হয়েছে। হাঙ্গেরিতে অবস্থিত ভারতীয় দূতাবাস বলেছে যে তারা ইউক্রেন থেকে ভারতীয়দের প্রবেশের সুবিধার্থে সমস্ত সাহায্য দেবে। এজন্য সাহায্যের হাত বাড়িয়েছে হাঙ্গেরির সরকারও।