'ইউক্রেনের ভারতীয় দূতাবাসে ফোন তুলছে না', মোদী-যোগীকে বাঁচানোর আর্জি জানিয়ে কাঁদছেন ভারতীয় ছাত্রী

'যোগী-মোদী'কে বাঁচার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইউক্রেনে আটকে ভারতীয় ছাত্রী। 'যোগী-মোদী যে যেখানেই থাকুন আমাদের বাঁচান', বলতে বলতে চোখ বেয়ে জল গড়িয় পড়ল লখনউয়ের গরিমা মিশ্রের।  

'যোগী-মোদী'কে বাঁচার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইউক্রেনে (Russia Ukraine War Updates) আটকে ভারতীয় ছাত্রী ( Indian Medical Student )। 'যোগী-মোদী যে যেখানেই থাকুন আমাদের বাঁচান', বলতে বলতে চোখ বেয়ে জল গড়িয় পড়ল লখনউয়ের গরিমা মিশ্রের। তিনি এই মুহূর্তে রাশিয়ার সামরিক অভিযানের মাঝে ইউক্রেনে আটকে পড়েছেন। ফিরতে পারেননি বাড়ি। 

  ভারতীয়দের উদ্ধারের জন্য প্রচার শুরু, এদিকে কঠিন সত্য প্রকাশ্যে ইউক্রেনে

Latest Videos

হাত জোড় করে জয় হিন্দ, জয় ভারত বলে সাহায্যের জন্য প্রাণে বেঁচে থাকার জন্য আকুতি মিনতি করছেন  ইউক্রেনে আটকে ভারতীয় ছাত্রী  লখনউয়ের গরিমা মিশ্র। কান্নায় ভেঙে পড়েছেন তিনি। ধরা গলায় বলেন, 'আমাদের এখান থেকে কোথাও যাওয়া নিরাপদ নয়। এখানে থাকাও নিরাপদ নয়।' এদিকে নরেন্দ্র মোদী সরকার 'অপারেশন গঙ্গা' নামক ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধারের জন্য প্রচার শুরু করে দিলেও, এই ভিডিও প্রকাশ্যে আসতেই কঠিন পরিস্থিতিতে দেখে কার্যত আতঙ্কে আটকে পড়া শিক্ষার্থীদের পরিবার। ভিডিও বার্তায় স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁরা কতটা অসহায় এবং অনিশ্চিত অবস্থায় রয়েছেন।

মেয়েদের তুলে নিয়ে গিয়েছে  রাশিয়ার সেনাবাহিনী

ইউক্রেনের রাজধানীর কিভ-এ বাঙ্কারে আটকে থাকা গরিমা জানিয়েছেন, 'পড়ুয়াদের একটি দল গাড়িতে কিভ থেকে সীমান্তের দিকে রওনা হয়েছেন। রাশিয়ার সেনাবাহিনী ওই গাড়ি আটকে গুলি চালিয়েছে। তারপর মেয়েদের তুলে নিয়ে গিয়েছে। কোথায় নিয়ে গিয়েছে, তা কেউ জানে না।' ওই দলের বার্তা, 'ছাত্রদেরও নাকি কোনও খোঁজ নেই। তাঁদের আরও কিছু বন্ধু বান্ধব ইউক্রেন রোমানিয়া সীমান্তে পৌছলে সেখানে তাঁদের মারধর করা হয়েছে। '

ইউক্রেনের ভারতীয় দূতাবাসে ফোন করলে ফোন কেটে দেওয়া হচ্ছে 

গরমা বলেন, 'আমরা ভাবতাম, মোদী -যোগী সরকার আমাদের উদ্ধার করবে। সিনেমায় দেখতাম বিদেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা হচ্ছে। এখন আর তা মনেই হচ্ছে না। কী হতে চলেছে সত্যিই জানি না। সরকারে যিনিই থাকুক, আমাদের বাঁচান, সেনা পাঠান।' আরও এক ছাত্রী ভিডিও বার্তায় জানিয়েছেন, 'তাঁরা কোনভাবেই ইউক্রেনের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে পারছেন না। ফোন করলে ফোন কেটে দেওয়া হচ্ছে।'

ভারত সরকার কিছুই করছে না, অন্য দেশগুলি তাঁদের ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে

ওই ছাত্রীর বক্তব্য,' ভারত সরকার কিছুই করছে না। আমাদের বলা হচ্ছে ইউক্রেনের পশ্চিম সীমান্তে চলে যেতে। এখান থেকে সীমান্ত ৮০০ কিমি। রোমানিয়ার সীমান্তে ভারতীয় ছাত্রছাত্রীদের মারধোর করা হচ্ছে। অন্য দেশগুলি তাঁদের ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে।'

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election