হৃদয় এবং দরজা খুলল সৌদি, তবে শর্তসাপেক্ষে, চুমু-মদ আর কী আছে নিষেধের তালিকায়

  • এতদিন সৌদি আরবে যাওয়ার ভিসা পেতেন হজ-যাত্রী ও ব্যবসায়ীরা
  • বিদেশী পর্যটকদের জন্য ভিসা চালু করল সৌদি আরব
  • তবে একই সঙ্গে চাপিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু বিধি নিষেধের শর্তও
  • তা না মানলে মোটা জরিমানা হবে

বর্তমানে বিশ্বে যে কটি দেশে বিদেশীদের ভ্রমণের সবচেয়ে কম সুযোগ রয়েছে, তারমধ্যে অন্যতম সৌদি আরব। তবে সাম্প্রতিক ঘোষণায় জানা গিয়েছে এই অবস্থাটা পাল্টাতে চলেছে। বাইরের দেশের পর্যটকদের জন্য অবশেষে খুলছে চলেছে সৌদি আরবের দরজা। তবে একই সঙ্গে চাপিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু বিধি নিষেধের শর্ত।

এতদিন অবধি সৌদি আরবে যাওয়ার ভিসা পেতেন হজ-যাত্রীরা, আর হাতে গোনা কিছু ব্যবসায়ী। কোনও পর্যটন ভিসার ব্যবস্থা ছিল না। কিন্তু সৌদি শাহজাদা মহম্মদ বিন সালমান সেই দেশে সামাজিক পরিবর্তনের ডাক দিয়েছেন। আধুনিক বিশ্বের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করছেন। আর তার অংশ হিসেবেই 'সৌদি ওপেন হার্টস, ওপেন ডোরস' নামে এক অনুষ্ঠান করে, ৪৭টি দেশের নাগরিকদের জন্য সৌদি আরব পর্যটন ভিসা দেওয়ার কথা জানালো।

Latest Videos

তবে হৃদয় ও দরজা দুটিই খোলা হবে কিছু শর্তসাপেক্ষে। সৌদি রাস্তাঘাটে পর্যটকরা কীভাবে শালিনতা বজায় রাখবেন তার জন্য একটি বিধি-নিষেধের তালিকা দেওয়া হয়েছে। নিষেধের তালিকায় পড়েছে, প্রকাশ্যে চুম্বন, স্বল্ববাস পরা, মদ খাওয়া, রাস্তায় প্রস্রাব করা, থুতু ফেলা, লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করা, বিনা অনুমতিতে কারোর ছবি বা ভিডিও তোলা, আজানের সময় গান-বাজনা চালানো।

সৌদির নয়া ভিসা ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই বিধি লঙ্ঘন করলে ৫০ রিয়াল বা ভারতীয় মুদ্রায় ৯৪০ টাকা থেকে ৬০০০ রিয়াল বা ভারতীয় মুদ্রায় ১,১২,৭৭০ টাকা মতো জরিমানা করা হবে। সৌদির পুলিশই কেয়াল রাখবে, পর্যটকরা এই বিধি মেনে চলছেন কিনা। তাদের হাতেই থাকবে জরিমানা করার অধিকারও।
 

 

Share this article
click me!

Latest Videos

'TMC একা ৮০ শতাংশ ভোট পায় কি করে!' প্রশ্ন দিলীপ ঘোষের | Dilip Ghosh | BJP News |
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা