রাশিয়া থেকে মুখ ফেরাল আরও এক সংস্থা, দেখুন সেটি কোন কোম্পানি

দুই দেশের যুদ্ধ পরিস্থিতিতে আরও একটি উইকেট পড়ল রাশিয়া থেকে।  লেবেল সোনি মিউজিক  (Label Sony Music) রাশিয়ায় তাদের সমস্ত কাজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। একটি বিনোদনের সংবাদ সংস্থাকে এই বিষয়টি জানিয়েছে লেবেল সোনি মিউজিক। 
 

রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের জেরে (Russia-Ukraine War) প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্যে। রাশিয়ার প্রেসিডেন্ট (Russian President) ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) যেদিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের কথা ঘোষণা করেছিলেন সেই দিন থেকেই বাণিজ্যমহলে এর বিশেষ প্রভাব পড়তে দেখা গিয়েছে। এক ধাক্কায় নেমে গিয়েছিল শেয়ার মার্কেটের গ্রাফ। বড়সড় ক্ষতির মুখ দেখেছিল শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা। তারপর যুদ্ধকালীন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কানাডার মত দেশগুলো রাশিয়ান ভোদকাকে সম্পূর্ণ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন ব্র্যান্ড কোকাকোলাকে বুড়ো আঙুল দেখিয়েছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগসুত্র থাকার দরুণ এই সফট ড্রিঙ্কসকে বয়কট করেছেন খোদ ইউক্রেন। এরপর জনপ্রিয় টেক কোম্পানি টিকটক মুখ ফিরিয়েছে রাশিয়ার দিক থেকে। দুই দেশের যুদ্ধ পরিস্থিতিতে আরও একটি উইকেট পড়ল রাশিয়া থেকে।  লেবেল সোনি মিউজিক  (Label Sony Music) রাশিয়ায় তাদের সমস্ত কাজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। একটি বিনোদনের সংবাদ সংস্থাকে এই বিষয়টি জানিয়েছে লেবেল সোনি মিউজিক। 

সংস্থার তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, সোনি মিউজিক গ্রুপ চায় ইউক্রেনে শান্তি ফিরে আসুক এবং সন্ত্রাস বন্ধ হোক। সেই জন্য রাশিয়ায় তাদের সমস্ত কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোনি মিউজিকের তরফে।  সেই সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য তারা সবসময় রয়েছে সেই বিষয়টিও নিশ্চিত করা হয়েছে সংস্থার তরফে। সুত্রের খবর অনুযায়ী, সংস্থার কর্মীরা অনির্ধারিত সময়ের জন্য তাঁদের বেতন পাবেন। তবে শিল্পীদের ভবিষ্যৎ নিয়ে কী হবে সেই বিষয় আলোচনা চলছে। সম্প্রতি ইউনিভার্সাল মিউজিক গ্রুপের তরফে ঘোষণা করা হয়েছে রাশিয়াতে তারা তাদের কাজ বন্ধ করছে। বিনোদনের তিনটি প্রধান কোম্পানি ইউনিভার্সাল, সোনি এবং ওয়ার্নার রাশিয়ায় স্থানীয় লেবেল এবং এই সংস্থাগুলো রাশিয়াতে কর্মরত। খুব শীঘ্রই রাশিয়া থেকে সরে যাবে ওয়ার্নার। বাকি সংস্থাগুলো যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেনের পাশে থাকবে বলে সুত্রের খবর। 

Latest Videos

উল্লেখ্য, বেশ কিছুদিন আগে  রাশিয়ায় নিজেদের পরিষেবা বন্ধ করে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)। ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণের জন্যই এই দেশে পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স। নেটফ্লিক্সের এক মুখপাত্র বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে রাশিয়ায় পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ শুরু করে তার পর থেকেই নেটফ্লিক্স রাশিয়ার সঙ্গে প্রজেক্ট এবং অধিগ্রহণ বন্ধ করে দিয়েছিল। 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today