থাবায় ব্য়থা, তাই ডাক্তারখানায় গিয়ে চিকিৎসা প্রার্থনা সারমেয়র, ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

  • শরীর খারাপ হলে সকলেই চিকিৎসকের দ্বারস্থ হন
  • আপনার প্রিয় পোষ্যটির শরীর খারাপ হলে,সে কিন্তু আপনার উপরেই নির্ভরশীল
  • তাহলে ভেবে দেখুন রাস্তার সারমেয়দের কী অবস্থা হয় 
  • ভাইরাল হওয়া এই  ভিডিও আপনার চোখে জল এনে দেবে
Indrani Mukherjee | Published : Jun 25, 2019 6:04 AM IST

সাধারণ শরীর খারাপ হলে সকলেই চিকিৎসকের দ্বারস্থ হন। কিন্তু কখনও কী ভেবে দেখেছেন যে , আপনার প্রিয় পোষ্যটির শরীর খারাপ হলে বা সে কোনওভাবে অসুস্থ হলে, সে কিন্তু আপনার উপরেই পুরোপুরিভাবে নির্ভরশীল। তাহলে একবার ভাবুন তো, যেসব কুকুর রাস্তায় থাকে তাঁদের শরীর খারাপ হলে বা তার কোনও প্রকার আঘাত লাগলে তাকে সাহায্য করার কিন্তু কেউ নেই।

আর সেই কারণেই হয়তো কারওর সাহায্য প্রার্থনা না করেই নিদের ক্ষত সারাতে নিজেই ডাক্তারখানায় চলে এসেছে এই সারমেয়। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনই ছবি ফুটে উঠেছে। ভিডিওতে দেখা গিয়েছে একটি সারমেয়র থাবা বেশ যখম হয়েছে। তাই সেই অবস্থায় সে নি জে নিজেই চলে এসেছে চিকিৎসকের কাছে। 

Latest Videos

 

যে পশু চিকিৎসক ওই সারমেয়কে সাহায্যের জন্য এগিয়ে আসেন, তিনিই তাঁর  টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন এই মন ভাল করা সেই ভিডিও। ডাক্তারখানায় এসে সে চিকিৎসককে সে বারবার বোঝানোর চেষ্টা করছে যে, তাঁর থাবার ক্ষততে সে কতখানি কষ্ট পাচ্ছে। তাকে সাহায্য করতে এগিয়ে আসেন এক পশু চিকিৎসক। ওই পশু চিকিৎসক তার থাবায় যখন ওষুধ লাগিয়ে দিচ্ছিল, তাতে সম্ভবত খানিকটা হলেও আরাম পাচ্ছিল সারমেয়টি। আর সেই কারণেই বারবার বিভিন্নভাবে তাঁকে বোঝানোর চেষ্টা করছিল যে, সে তাঁর কাছে কতখানি কৃতজ্ঞ। সত্যি সারমেয় যে কতখানি প্রভুভক্ত একথা বহুবার শোনা গিয়েছে। আজ আবার তার প্রমাণ পাওয়া গেল।   

Share this article
click me!

Latest Videos

'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের