নতুন ভাইরাস আবিষ্কারে করোনা আবহে স্বীকৃতি, 'হেপাটাইটিস সি' সন্ধানে ৩ বিজ্ঞানীর নোবেল পুরস্কার

Published : Oct 06, 2020, 04:00 AM IST
নতুন ভাইরাস আবিষ্কারে করোনা আবহে স্বীকৃতি, 'হেপাটাইটিস সি' সন্ধানে ৩ বিজ্ঞানীর নোবেল পুরস্কার

সংক্ষিপ্ত

করোনা সংক্রমণের মধ্যে ভাইরাস আবিষ্কারে স্বীকৃতি নোবেলন পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী  এগারো বছর আগে 'হেপাটাইটিস সি' আবিষ্কার রক্তবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ে অবদান

'হেপাটাইটিস এ', 'হেপাটাইটিস বি'। লিভারের সমস্যা নিয়ে এই দুটি ভাইরাস আগেই অবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। 'হেপাটাইটিস এ' মূলত জলবাহিত এই ভাইরাস থেকে লিভারের নানা সমস্য়া দেখা দেয়। 'হেপাটাইটিস বি'  রক্তবাহিত এই ভাইরাস থেকে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। ঠিক একই পর্যায়ের আরও একটি ভাইরাস আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। যার নাম 'হেপাটাইটিস সি ভাইরাস'। 

এগারো বছর আগে 'হেপাটাইটিস সি ভাইরাস' -এর আবিষ্কার করেছিলেন তিন বিজ্ঞানী। বিশ্ব জুড়ে করোনাভাইরাসের সংক্রমণের সময়কালে এই নতুন ভাইরাসের আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী। নতুন এই ভাইরাসের সন্ধান দিয়ে স্বীকৃতী পেয়েছেন মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অলটার ও চার্লস এমস রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন। সোমবার এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে নোবেল কমিটি।

 'হেপাটাইটিস সি ভাইরাস' হল লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের অন্যতম কারন। এই ভাইরাস অবিষ্কার করে বিশ্বে রক্তবাহিত রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছেন এই বিজ্ঞানীরা।
 

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: India vs South Africa T20 - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে