বাংলাদেশ যাওয়ার পথে বিস্ফোরণ, ভেঙে পড়ল ইউক্রেনের অস্ত্রবোঝাই বিমান

Published : Jul 17, 2022, 07:22 PM IST
বাংলাদেশ যাওয়ার পথে বিস্ফোরণ, ভেঙে পড়ল ইউক্রেনের অস্ত্রবোঝাই বিমান

সংক্ষিপ্ত

বিমান দুর্ঘটনা সংক্রান্ত বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। আর সেই কারণেই দাবি করা হয়েছে বিমানটি দুর্ঘটনার পরই প্রবল বিস্ফোরণ হয়েছিল। কারণ ভিডিওগুলিতে দেখা গেছে বিমানটি  মাটিতে আছড়ে পড়ার সঙ্গেই প্রবল বিস্ফোরণ হয়। 

সার্বিয়া থেকে বাংলাদেশে যাচ্ছিল সমরাস্ত্র বোঝাই একটি বিমান। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই গ্রিসে ভেঙে পড়েছে সেই বিমান। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িছে গ্রিসে। শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটেছে। বিমান দুর্ঘটনা.য় ৮ জনের মৃত্যু হয়েছে। রবিবার সার্বিয়া সরকার দুর্ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। 

গ্রিসের কাভালা শহরের কাছে ইউক্রেনের অস্ত্র বোঝাই বিমানটি ভেঙে পড়ে। নিহতে আটজনই ইউক্রেনীয় নাগরিক। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে সার্বিয়া থেকে বাংলাদেশে যাচ্ছিল ইউক্রেনের পণ্যবাহী বিমান আন্তোনভ অ্যান-১২ । কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই বিমানটি ভিঙে পড়ে। সার্বিয়া সরকার জানিয়েছে বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি গ্রিসে জরুরি অবতরণের আবেদন জানিয়েছিল। কিন্তু তারপরই এটিএস-এর সঙ্গে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তারপরই সার্বিয়া সরকার দুর্ঘটনার কথা জানিয়েছে। 

বিমান দুর্ঘটনা সংক্রান্ত বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। আর সেই কারণেই দাবি করা হয়েছে বিমানটি দুর্ঘটনার পরই প্রবল বিস্ফোরণ হয়েছিল। কারণ ভিডিওগুলিতে দেখা গেছে বিমানটি  মাটিতে আছড়ে পড়ার সঙ্গেই প্রবল বিস্ফোরণ হয়। 

বাংলাদেশ সরকারের দেওয়া তথ্য অনুযায়ী ইউক্রেনের বিমানে প্রায় ১১ মেট্রিকটন সামরিক সরঞ্জাম ছিল। বাংলাদেশ সরকার এই সামরিক সরঞ্জামের বরাত দিয়েছিল বলেও সার্বিয়ার পক্ষ থেকে জানান হয়েছে। কিন্তু বিমানে কী জাতীয় সরঞ্জাম ছিল তা নিয়ে কোনও দেশই মুখ খোলেনি। তবে ইতিমধ্যেই গ্রিস সরকার দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করেছে। পরমাণু অস্ত্র থাকলে ভয়ঙ্কর ক্ষতি হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। 

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: India vs South Africa T20 - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে