মার্কিন মুলুকে জরুরি অবস্থা জারি করে তাড়ান হবে অবৈধ অভিবসীদের! সোশ্যাল মিডিয়া পোস্টে 'সায়' ট্রাম্পের

Published : Nov 19, 2024, 06:50 PM IST
Donald Trump

সংক্ষিপ্ত

ট্রাম্প জতীয় জরুরি অবস্থা ঘোষণা করার তোড়জোড় শুরু করেছেন। তিনি অবৈধ সরণার্থীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করেছেন। 

প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগেই আমেরিকায় জরুরি অবস্থা জারি করার কথা জানিয়ে দিলেন ডোলান্ড। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি কথা ভাসিয়ে দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রক্ষণশীল সমাজকর্মী। তবে এখানেই শেষ নয়, ডোনাল্ড ট্রাম্প নিজেও সেই পোস্ট নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে তিনি সম্মত্তি জানিয়েছে লিখেছেন, 'ইয়েস'।

পোস্টটিতে লেখা হয়েছে ট্রাম্প জতীয় জরুরি অবস্থা ঘোষণা করার তোড়জোড় শুরু করেছেন। তিনি অবৈধ সরণার্থীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করেছেন। অবৈধ শরণার্থিদের আমেরিকা ছাড়া করতে ট্রাম্প প্রয়োজনে সেনা নামাতে পারেন বলেও পোস্টে দাবি করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ভোটের প্রচারের সময়ই ট্রাম্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি অভিবাসন সমস্যা সমাধানের। পাশাপাশি শরণার্থী সমস্যা সমাধান নিয়েও প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলেছিলেন অবৈধ শরণার্থীদের দেশছাড়া করবেন। তিনি আরও বলেছিলেন অবৈধ অভিহাসীদের বিরুদ্ধে তিনি ক়ড়া ব্যবস্থা নেবেন। তিনি আমেরিকানদের অধিকার ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করবেন।

ভোটের ফলাফল ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই যচ্ছে। আমেরিকার সাতটি প্রদেশের মধ্যে সবকটিতেই জয়ী হয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন। তার আগেই জরুরি অবস্থা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে মার্কিন মুলুকে।

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
click me!

Recommended Stories

অভিভাসন ইস্যুতে বিতর্কে মার্কিন ভাইস প্রেসিডেন্স, ভ্যান্সের স্ত্রী-সন্তানকে ভারতে পাঠাবে আমেরিকা?
এই ১৯টি দেশ আমেরিকার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ! অভিবাসন আবেদন স্থগিত ট্রাম্প প্রশাসনের