Hindu temple: ক্যালিফোর্নিয়ায় হিন্দু মন্দিরে হামলা, চড়া সুরেই নিন্দা জানাল ভারত

Published : Mar 09, 2025, 01:13 PM IST
BAPS Temple (Image: X@BAPS_PubAffairs)

সংক্ষিপ্ত

লস অ্যাঞ্জেলেসে তথাকথিত খালিস্তানি গণভোটের কয়েক দিন আগেই ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে অবস্থিত BAPS হিন্দু মন্দিরে হামলার ঘটনা সংশ্লিষ্ট এলাকায় যথেষ্ট উত্তেজনা বাড়িয়েছে। 

ক্যালিফোর্নিয়ায় হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই হামলার ঘটনাকে ঘৃণ্য বলে মন্তব্য করেছেন। এই ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ বলা হয়েছে, 'ক্যালিফোর্নিয়ার চিনো হিলসের একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের বিষয়ে আমরা প্রতিবেদন দেখেছি। আমরা এই ধরনের ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানাই। আমরা স্থানীয় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে এই কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার এবং উপাসনালয়গুলিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই'। সোশ্যাল মিডিয়াতে এই বার্তা দিয়েছেন মুখপাত্র রণধীর জয়সওয়াল।

 

 

লস অ্যাঞ্জেলেসে তথাকথিত খালিস্তানি গণভোটের কয়েক দিন আগেই ক্যালিফোর্নিয়ার চিনো হিলসে অবস্থিত BAPS হিন্দু মন্দিরে হামলার ঘটনা সংশ্লিষ্ট এলাকায় যথেষ্ট উত্তেজনা বাড়িয়েছে।

BAPS, অথবা বোচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার এই মন্দিরে নিত্য দিনই প্রচুর মানুষ আসতেন। সংস্থার পক্ষ থেকে এই হামলার ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, 'এইবার চিনো হিলস, ক্যালিফোর্নিয়ায় আরেকটি মন্দির অপবিত্রতার মুখে, হিন্দু সম্প্রদায় ঘৃণার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। চিনো হিলস এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সম্প্রদায়ের সঙ্গে একসঙ্গে, আমরা কখনই ঘৃণাকে শিকড় গাড়তে দেব না'। সংস্থার পক্ষ থেকে মানবতা আর বিশ্বাসের ওপরই আস্থা রাখার কথা বলা হয়েছে। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন তাঁরা শান্তির পক্ষেই কাজ করে যাবেন।

কোয়ালিশনস অব হিন্দুস অফ নর্থ আমেরিকা-র তরফ থেকেই একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে 'আইকনিক বিএপিএস মন্দিরে ভাঙচুর করানো হয়েছে। হয়তো সংবাদ মাধ্যম শিক্ষামহল বলবে এই দেশে কোনও হিন্দু বিরোধিতা নেই। ওরা আরও বিশ্বাস করানোর চেষ্টা করবে হিন্দুরা নিরাপদ। কিন্তু আমাদের এই বিষয়ে সম্পূর্ণ সচেতন থাকতে হবে। '

PREV
click me!

Recommended Stories

এই ১৯টি দেশ আমেরিকার নিরাপত্তার বড় চ্যালেঞ্জ! অভিবাসন আবেদন স্থগিত ট্রাম্প প্রশাসনের
আকাশসীমায় সঙ্ঘাত! পরদিনই ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, কী বললেন মাদুরো?