ভিনগ্রহীদের যানের সঙ্গে ধাক্কা! বরাত জুড়ে UFOর হাত থেকে রেহাই বিমানের- পেন্টাগনের রিপোর্ট তোলপাড়

Published : Nov 16, 2024, 06:45 PM IST

সত্যি কী ভিনগ্রহী রয়েছে? তারা কী এই পৃথিবীকে আসে? যার উত্তর খুঁজছে বিজ্ঞানীরা। কিন্তু এবার হয়তো তা উত্তর পাওয়া যাবে। তেমনই ইঙ্গিত দিচ্ছে পেন্টাগনের একটি রিপোর্ট। 

PREV
19
ভিনগ্রহীদের সঙ্গে দেখা?

পৃথিবীতে ভিনগ্রহীরা আছে কিনা তা নিয়ে দীর্ঘ দিন ধরেই গবেষণা চলছে। কেউ দাবি করেন তারা ভিনগ্রহীদের দেখেছেন। কেউ আবার বলেন, তারা UFO দেখেছেন। কিন্তু তথ্য প্রমাণ নিয়ে সংশয়।

29
পেন্টাগনের রিপোর্ট

সম্প্রতি পেন্টাগন UFO নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে। যা উস্কে দিচ্ছে ভিনগ্রহীদের জল্পনা।

39
পেন্টাগনের রিপোর্ট

নিউ ইয়র্কের উপকূলে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একটি বাণিজ্যিক বিমান যাচ্ছিল। সেই সময় একটি অবাক করা জিনিস সেটির কাছাকাছি চলে আসে।

49
বিমানের পাশে কী

রিপোর্টে বলা হয়েছে বিমানের সব যাত্রীরা এই আজব জিনিসটি দেখেছে। সেটিকেই অনেকে ভিনগ্রহী যান বা Unidentified Flying Objects/UFO বলে দাবি করছে।

59
কবে কখন এই ঘটনা

পেন্টাগন একটি বিস্তারিত রিপোর্ট দাখিল করলেও বলেনি কবে কখন এই জাতীয় ঘটনা ঘটেছে। ক্লোজ ব্রাশের পরে, এয়ারলাইন ক্রু ঘটনাটি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে (এফএএ) জানিয়েছিল যে এটি নিউইয়র্কের উপকূলে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে একটি "নলাকার বস্তু"কে আকাশে উড়তে দেখা গেছে।

69
রিপোর্টে নির্দেশ

ওই রিপোর্টে বলা হয়েছে, নিউ ইয়র্ক থেকে এই প্রথম এমন ঘটনা সামনে এল, যেখানে বিমানের নিরাপত্তার প্রশ্নও জড়িয়ে রয়েছে। ভিনগ্রহী যান দেখতে পাওয়ার এমন ৭৫৭টি নয়া ঘটনা সামনে এসেছে।

79
কোন বছর কত ইউএফওর দেখা

রিপোর্টে বলা হয়েছে চলতি বছরে ভিনগ্রহী যন দেখতে পাওয়র এমন ৭৫৭টি ঘটনা সামনে এসেছে। ২০২৩ সালের মে মাস থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ৪৮৫ ও ২০২১০২২ সালে ২৭২টি এজাতীয় ঘটনা ঘটেছে।

89
পেন্টাগনের রিপোর্টে উদ্বেগ

সম্প্রতি যে ইউএফওটি দেখা গিয়েছে সেখানে বলা হয়েছে ১০টি সুরক্ষিত এলাকায় পাঁচ মিনিটেরও কম সময়ের জন্য উড়ছিল এটি। সেখান দিয়ে একাধিক প্লেন গিয়েছিল। কিন্তু সেগুলি কিছু বলেনি।

99
খতিয়ে দেখা হচ্ছে

পেন্টাগন জানিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে বর্তমানে বেড়েছে ইউএফওর আগমণ।

click me!

Recommended Stories